নাইজেরিয়ার বর্নো রাজ্যে জঙ্গি হামলায় অন্তত ২৫ জন জেলে নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) জেলে অধ্যুষিত ডিকওয়া শহরে এই হামলা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ কমিশনার আবু উমর এ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে। পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ডিকওয়া শহরের অবস্থান বোকো হারামের শক্ত ঘাঁটি সামবিসা জঙ্গলের কাছে। তবে এলাকাটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সেরও উপস্থিতি আছে। অঞ্চলটিতে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে।
পুনরুদ্ধার কার্যক্রমে সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা স্থানীয় বাসিন্দা বুলামা মোদু জানান, মোট ৩৩ জন জেলে নিহত হয়েছেন। এদের মধ্যে ২৫ জনের মরদেহ হামলার স্থান থেকে উদ্ধার করা হয়। আর বাকি ৮ জনের মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে।
হামলার সময় পালিয়ে বেঁচে যাওয়া স্থানীয় এক বাসিন্দা জানান, কয়েক সপ্তাহ আগে সেনাবাহিনী জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালিয়েছিল। জেলেরা সেনাবাহিনীকে তথ্য দিচ্ছে বলে সন্দেহ করে জঙ্গিরা এ হামলা চালায়। তবে এই বিষয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ২০০৯ সাল থেকে লড়াই শুরু করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।
নাইজেরিয়ার বর্নো রাজ্যে জঙ্গি হামলায় অন্তত ২৫ জন জেলে নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) জেলে অধ্যুষিত ডিকওয়া শহরে এই হামলা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ কমিশনার আবু উমর এ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে। পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ডিকওয়া শহরের অবস্থান বোকো হারামের শক্ত ঘাঁটি সামবিসা জঙ্গলের কাছে। তবে এলাকাটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সেরও উপস্থিতি আছে। অঞ্চলটিতে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে।
পুনরুদ্ধার কার্যক্রমে সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা স্থানীয় বাসিন্দা বুলামা মোদু জানান, মোট ৩৩ জন জেলে নিহত হয়েছেন। এদের মধ্যে ২৫ জনের মরদেহ হামলার স্থান থেকে উদ্ধার করা হয়। আর বাকি ৮ জনের মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে।
হামলার সময় পালিয়ে বেঁচে যাওয়া স্থানীয় এক বাসিন্দা জানান, কয়েক সপ্তাহ আগে সেনাবাহিনী জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালিয়েছিল। জেলেরা সেনাবাহিনীকে তথ্য দিচ্ছে বলে সন্দেহ করে জঙ্গিরা এ হামলা চালায়। তবে এই বিষয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ২০০৯ সাল থেকে লড়াই শুরু করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর লাতিন আমেরিকা অঞ্চলের কমান্ডের নেতৃত্বে থাকা অ্যাডমিরাল এলভিন হোলসি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি চলতি বছরের শেষেই পদত্যাগ করবেন। তাঁর চাকরির জন্য নির্ধারিত বয়সসীমার দুই বছর আগেই পদ ছাড়ছেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৪ মিনিট আগেফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজা থেকে জিম্মিদের মরদেহ ফেরাতে সময় লাগতে পারে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া এসব মরদেহ খুঁজে বের করা কঠিন। এদিকে, ইসরায়েল জানিয়েছে—তারা মধ্যস্থতাকারীদের কাছে জিম্মিদের মরদেহের অবস্থানের ব্যাপারে গোয়েন্দা তথ্য দিয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, তাঁর ও পুতিনের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ টেলিফোন আলাপের...
৩ ঘণ্টা আগেফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, আরব দেশগুলো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় তাঁর সরকার গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার।
৪ ঘণ্টা আগে