Ajker Patrika

নাইজেরিয়ায় নৌকা ডুবে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৬০ 

নাইজেরিয়ায় নৌকা ডুবে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৬০ 

নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় অ্যানামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৬০ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু জানান, ৮৫ জন যাত্রী নিয়ে নৌকাটি বন্যার কারণে ডুবে যায় এবং আটকা পড়ে যাত্রীরা। নিখোঁজদের উদ্ধারে নাইজেরিয়ার সেনাবাহিনীর একটি সামরিক দুর্যোগ প্রতিক্রিয়া ইউনিট অনুসন্ধান অভিযান চালাচ্ছে বলে জানান তানিমু।

রাজ্যের গভর্নর চুকয়ুমা চার্লস সোলুদো এক বিবৃতিতে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ছাড়া শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুরের মধ্যে এই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ঢেউয়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়ভাবে তৈরি এই নৌকা শতাধিক লোকের ধারণক্ষম, তবে দুর্ভাগ্যবশত এর ইঞ্জিন বিকল হয়েছিল বলে জানান স্থানীয় সরকারের এক নেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত