দাপুটে নেতাকে কেন মিথ্যা বলতে হচ্ছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন স্বঘোষিত ‘শক্তিশালী’ নেতা। তিনি প্রায়ই ৫৬ ইঞ্চি বুকের ছাতি নিয়ে গর্ব করতেন। তাঁর অনুসারীরা খান মার্কেট চক্রের নিয়ন্ত্রণ, শহুরে নকশালদের উপড়ে ফেলা, টুকড়ে-টুকড়ে গ্যাংকে ধ্বংস করা, পাকিস্তানকে শিক্ষা দেওয়া, সরকারি সহযোগী ভাষা হিসেবে কার্যত ইংরেজিকে বিলুপ্ত করা, মূলধারার