বাণিজ্যিকভাবে ঘাস চাষ করে লাভবান চাষি, সুস্থ গবাদিপশু
নরসিংদীর মনোহরদীতে বাণিজ্যিকভাবে ঘাস চাষ করে লাভবান হচ্ছেন ঘাসচাষিরা। সহজ চাষপদ্ধতি ও খরচ কম হওয়ায় এই এলাকায় দিন দিন ঘাসচাষির সংখ্যা বাড়ছে। মনোহরদীর খামারিদের ঘাস নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলার গরুর খামারিদের কাছে।