Ajker Patrika

নরসিংদীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৬: ২৫
নরসিংদীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নরসিংদীর বেলাবতে ছেলের লাঠির আঘাতে বাবা অছিম উদ্দিন (৮২) মারা গেছেন। এ সময় আলফেজ ফেসানি নামের ওই ছেলের লাঠির আঘাতে তাঁর মা রহিমা বেগমও আহত হন।  

গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আলফেজ ফেসানিকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ ও নিহত বৃদ্ধার স্ত্রী রহিমা বেগম বলেন, ‘আমার ছেলে আলফেজ ফেসানী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। গতকাল রোববার রাত ১২টার দিকে আমি, বৃদ্ধ স্বামী ও ছেলেকে নিয়ে ঘরে পোলাও খেতে বসি। এ সময় পোলাও স্বাদ হয়নি এমন কথা বলে আলফেজ প্রথমে আমাকে লাঠি দিয়ে মারধর করে। পরে ওর বাবা প্রতিবাদ করলে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্বামী মারা যায়।’ 

এ ব্যাপারে বেলাব থানায় নিহতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে আলফেজ ফেসানিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।  

বেলাব থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আলফেজ ফেসানিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত