নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে শহরের চিনিশপুর এলাকার বাসভবনে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ বলছে, অগ্নিসংযোগের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত মশাল মিছিল নিয়ে চিনিশপুর এলাকায় খায়রুল কবীর খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসভবনের নীচতলার জানালার গ্লাস ভেঙে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে নরসিংদী দমকল বাহিনীর সদস্যরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসভবনের জানালা, গ্লাস ও চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী। এ সময় তিনি খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। মনজুর এলাহী বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দায়িদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। বৃহস্পতিবার জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলীয় কোন্দলের জেরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কী না সেটিও উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
খায়রুল কবীর খোকনের বাসভবনের কেয়ারটেকার কাজল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘একদল দুর্বৃত্ত মশাল মিছিল নিয়ে বাসভবনে ঢুকে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিনতে পারিনি। এ সময় আমাকে সামনে পেলে মারধর করতে পারে এমন আশঙ্কায় লুকিয়ে ছিলাম।’
নরসিংদী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। বড় ধরণের কোনো ক্ষতি হয়নি।’
নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘বাসভবন হলো মানুষের নিরাপদ আশ্রয়। সেখানে যদি এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেটি আতঙ্ককিত হওয়ার মত ঘটনা। জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর আগুনের ঘটনাকেও সন্দেহজনক মনে করেন তিনি।’
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্ত করে জানা যাবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত।’
নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে শহরের চিনিশপুর এলাকার বাসভবনে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ বলছে, অগ্নিসংযোগের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত মশাল মিছিল নিয়ে চিনিশপুর এলাকায় খায়রুল কবীর খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসভবনের নীচতলার জানালার গ্লাস ভেঙে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে নরসিংদী দমকল বাহিনীর সদস্যরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসভবনের জানালা, গ্লাস ও চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী। এ সময় তিনি খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। মনজুর এলাহী বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দায়িদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। বৃহস্পতিবার জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলীয় কোন্দলের জেরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কী না সেটিও উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
খায়রুল কবীর খোকনের বাসভবনের কেয়ারটেকার কাজল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘একদল দুর্বৃত্ত মশাল মিছিল নিয়ে বাসভবনে ঢুকে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিনতে পারিনি। এ সময় আমাকে সামনে পেলে মারধর করতে পারে এমন আশঙ্কায় লুকিয়ে ছিলাম।’
নরসিংদী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। বড় ধরণের কোনো ক্ষতি হয়নি।’
নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘বাসভবন হলো মানুষের নিরাপদ আশ্রয়। সেখানে যদি এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেটি আতঙ্ককিত হওয়ার মত ঘটনা। জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর আগুনের ঘটনাকেও সন্দেহজনক মনে করেন তিনি।’
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্ত করে জানা যাবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত।’
রাজাপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে দুইদিন আগে পানির মোটর চুরি হয়। সামসুদ্দিনের বাড়ির লোকজন রুপল শেখকে চোর সন্দেহ করে। শুক্রবার সন্ধ্যায় শালিসের কথা বলে রুপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সামসুদ্দিনের ছেলেরা। এরপর ঘরে বন্দি করে পিটিয়ে আহত করে। রুপলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার..
২৬ মিনিট আগেচাঁদপুরে তালিকাভুক্ত খামারির সংখ্যা ৩ হাজার ৭৭০ জন। তাদের খামারে উৎপাদিত হয়েছে ৪২ হাজার ৪৯৭টি গরু এবং ১৯ হাজার ৬০১টি ছাগল, ভেড়া ও অন্যান্য পশু। এর মধ্যে ষাঁড় ২৪ হাজার ২৪৭ টি, বলদ ৭ হাজার ৭৮১ টি, গাভী ১০ হাজার ৪৬৯ টি, মহিষ ২১৭ টি, ছাগল ১৮ হাজার ৪৫৮ টি, ভেড়া ৮৩০টি ও অন্যান্য পশু ৯৬ টি।
২৮ মিনিট আগেশিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদ ভিত্তিক গণশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও বেতন ভাতা মেলেনি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক...
৩০ মিনিট আগেঅসাধু ব্যবসায়ীরা পাচার করতে ট্রলারে করে চিংড়ির রেণু নিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করে। ট্রলারে ৩৪টি ড্রামে প্রায় ৫০ লাখ ১০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। পরে চিংড়ির...
১ ঘণ্টা আগে