Ajker Patrika

নরসিংদীতে কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদীতে আবু হুরেক (২৫) নামের ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। আজ শুক্রবার দুপুরে শহরের বাজিড় মোড়স্থ একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

গ্রেপ্তার আবু হুরেক সদর উপজেলার মধ্যশীলমান্দি এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, আবু হুরেক ফেসবুকে নরসিংদীতে বসবাসকারী এক কলেজ ছাত্রীর (১৯) সঙ্গে পরিচিত হন এবং তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর ধরে একাধিকবার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করায় ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে গত বৃহস্পতিবার নরসিংদী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে র‍্যাবের নরসিংদী ক্যাম্পের একটি দল শহরের বাজির মোড়ের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে আবু হুরেককে গ্রেপ্তার করে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পরে তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত