সংস্কারে ধীরগতিতে দুর্ভোগ
দোহার পৌরসভা থেকে মাত্র ৫০ মিটার দূরে সংস্কার করা হচ্ছে খারাকান্দা সড়ক। সঙ্গে চলছে পয়োনালা নির্মাণের কাজও। তবে ছয় মাসেও শেষ হয়নি এর কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী হাজারো মানুষ। আর এ দুর্ভোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও পৌরসভাকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।