Ajker Patrika

পুলিশ পরিচয়ে দোহারে ইজিবাইক ছিনতাই

প্রতিনিধি, দোহার (ঢাকা)
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ০৩: ৪৭
পুলিশ পরিচয়ে দোহারে ইজিবাইক ছিনতাই

ঢাকার দোহার উপজেলায় পুলিশ পরিচয়ে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাই করেছে একটি প্রতারক চক্র। শুক্রবার সকালে উপজেলার করম আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ইজিবাইকের মালিক মো. সুজন। তিনি উপজেলার পালামগঞ্জ এলাকার আমির সিকদারের বাড়িতে ভাড়া থাকেন।

এ ব্যাপারে সুজন জানান, জয়পাড়া ওয়ান ব্যাংকের সামনে থেকে করম আলী মোড়ে যাবেন বলে পুলিশ পরিচয়ে একজন লোক আমার ইজিবাইকে ওঠেন। তাঁর মোটরসাইকেল নষ্ট হয়েছে বলে জানান। পরে আমি তাঁকে লটাখোলা এলাকার ভাঙ্গা ব্রিজে নিয়ে গেলে তিনি একজনের সঙ্গে কথা বলে চলে আসেন। করম আলী মোড়ের টিভিএস শো-রুমের সামনে আসার পর, তিনি যার সঙ্গে কথা বলেছেন তাঁকে ডেকে আনতে বলেন। আমি তাঁকে ডাকতে যাই। সেখানে তাঁকে না পেয়ে চলে আসি। কিন্তু এসে দেখি আমার ইজিবাইক এবং লোকটি নেই।

এ বিষয়ে দোহার থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ভুয়া পুলিশ পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র ইজিবাইক ছিনতাই করেছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত