Ajker Patrika

দোহারে পারিশ্রমিক চাওয়ায় শ্রমিককে মারধর

প্রতিনিধি, দোহার (ঢাকা)
দোহারে পারিশ্রমিক চাওয়ায় শ্রমিককে মারধর

ঢাকার দোহার উপজেলায় পাওনা টাকা চাওয়ায় মো. হাফিজুর (৩৫) নামে এক শ্রমিককে মারধর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারে আকবর হোসেন ও টুটুল নামে দুজন এ মারধর করে। এই দুজনকে আসামি করে দোহার থানায় একটি জিডি করেছেন ভুক্তভোগী।

দোহার থানা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শিমুলিয়ার বাসিন্দা হাফিজুর গত রমজান মাসে একই এলাকার আকবরের বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করেছেন। পারিশ্রমিক পরিশোধ না করায় হাফিজুর একাধিকবার আকবরের কাছে টাকা চাইতে যায়। এর পরেও টাকা না দেওয়ায় আকবর ও হাফিজুরের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাফিজুরকে মেঘুলা বাজারে নিয়ে মারধর করে। এতে হাফিজুর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

মারধর প্রসঙ্গে অভিযুক্ত আকবর বলেন, 'আমাদের দুজনের হাতাহাতি হয়েছে। হাফিজুরের মাথায় কীভাবে আঘাত লেগেছে তা আমি জানি না।' 

জানতে চাইলে দোহার থানার ডিউটি অফিসার এসআই সাদিকুজ্জামান জানান, এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত