‘চোখের পলকে যমুনায় তলিয়ে গেল গোটা জনবসতি’
‘চোখের পলকে ২২টা বাড়ি ও তিনটা দোকানসহ একটা জনবসতি তলিয়ে গেল যমুনা নদীতে। লোকজন সাঁতরে প্রাণ বাঁচাতে পারলেও রক্ষা করতে পারেনি ঘরের মালামাল এবং অর্থকড়ি। নদীতে ভেসে যাওয়া গবাদিপশু, টিনের চাল, খাট-চৌকির কিছু উদ্ধার করা গেলেও মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে এখন নিঃস্ব পরিবারগুলো...