পীরগাছা (রংপুর) প্রতিনিধি
উজানের ঢল ও গত দুই দিনের ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পীরগাছা উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের ১০ গ্রামের প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে পানির নিচে তলিয়ে থাকা কৃষি পণ্য নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের মানুষেরা।
রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানের ঢলে গত দুদিন ধরে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে সকাল ৬টা ও ৯টায় তিস্তার পানি প্রবাহ যথাক্রমে রেকর্ড করা হয়ে ৫২ দশমিক ২৫ ও ৫২ দশমিক ২২ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। পানির গতিনিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। আজ রোববারও পানি বৃদ্ধি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘তিস্তার পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে দ্রুত পানি কমে যাবে বলে আশা করছি।’
সরেজমিনে দেখা যায়, পীরগাছা উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের তিস্তাবেষ্টিত ১০টি গ্রাম এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কোথাও কোথাও কোমর পরিমাণ পানিতে তলিয়ে গেছে বাড়িঘর। সদ্য রোপণ করা আমন ধান রয়েছে পানির নিচে। মৎস্য চাষের পুকুরগুলো উপচে ভেসে গেছে কয়েক লক্ষাধিক টাকার মাছ।
শিবদেব চরের আব্দুর রহিম নামের এক কৃষক আজকের পত্রিকাকে বলেন, ‘এক পাশে নদীর পানি বাড়ছে, আরেক পাশে দুই দিন থাকি মুষলধারে বৃষ্টি হইতেছে। ঘর থাকি বাহির হওয়া যায় না। অনেক সমস্যায় আছি, রাস্তাঘাট পানির নিচোত, কাজকাম নাই। কি খায়া বাঁচি।’
জুয়ান গ্রামের মফিজ উদ্দিন বলেন, ‘আমার দুই একর জমির রোপা আমন ধান পানির নিচোত আছে। বেশি দিন থাকলে নষ্ট হয়া যাইবে। আশপাশে শাকসবজি খেতও পানি উঠিয়া নষ্ট হয়া গেইছে।’
এ বিষয়ে তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তর তাম্বুলপুর ও রহমাতের চর এলাকায় প্রায় দেড় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আমরা তাদের খোঁজ-খবর রাখছি।’
স্থানীয় ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ‘পানিবন্দী লোকজনের তালিকা করা হচ্ছে। দ্রুত পানি না নামলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। সাইক্লোন সেল্টারগুলো প্রস্তুত রয়েছে। শুকনা খাবারের মজুত রয়েছে।’
উজানের ঢল ও গত দুই দিনের ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পীরগাছা উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের ১০ গ্রামের প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে পানির নিচে তলিয়ে থাকা কৃষি পণ্য নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের মানুষেরা।
রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানের ঢলে গত দুদিন ধরে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে সকাল ৬টা ও ৯টায় তিস্তার পানি প্রবাহ যথাক্রমে রেকর্ড করা হয়ে ৫২ দশমিক ২৫ ও ৫২ দশমিক ২২ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। পানির গতিনিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। আজ রোববারও পানি বৃদ্ধি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘তিস্তার পানি আকস্মিক বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে দ্রুত পানি কমে যাবে বলে আশা করছি।’
সরেজমিনে দেখা যায়, পীরগাছা উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের তিস্তাবেষ্টিত ১০টি গ্রাম এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কোথাও কোথাও কোমর পরিমাণ পানিতে তলিয়ে গেছে বাড়িঘর। সদ্য রোপণ করা আমন ধান রয়েছে পানির নিচে। মৎস্য চাষের পুকুরগুলো উপচে ভেসে গেছে কয়েক লক্ষাধিক টাকার মাছ।
শিবদেব চরের আব্দুর রহিম নামের এক কৃষক আজকের পত্রিকাকে বলেন, ‘এক পাশে নদীর পানি বাড়ছে, আরেক পাশে দুই দিন থাকি মুষলধারে বৃষ্টি হইতেছে। ঘর থাকি বাহির হওয়া যায় না। অনেক সমস্যায় আছি, রাস্তাঘাট পানির নিচোত, কাজকাম নাই। কি খায়া বাঁচি।’
জুয়ান গ্রামের মফিজ উদ্দিন বলেন, ‘আমার দুই একর জমির রোপা আমন ধান পানির নিচোত আছে। বেশি দিন থাকলে নষ্ট হয়া যাইবে। আশপাশে শাকসবজি খেতও পানি উঠিয়া নষ্ট হয়া গেইছে।’
এ বিষয়ে তাম্বুলপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তর তাম্বুলপুর ও রহমাতের চর এলাকায় প্রায় দেড় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আমরা তাদের খোঁজ-খবর রাখছি।’
স্থানীয় ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ‘পানিবন্দী লোকজনের তালিকা করা হচ্ছে। দ্রুত পানি না নামলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। সাইক্লোন সেল্টারগুলো প্রস্তুত রয়েছে। শুকনা খাবারের মজুত রয়েছে।’
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৩ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৪ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
৪ ঘণ্টা আগে