অবৈধ ট্রাক্টর চলাচলে সড়কে দুর্ভোগ, ৪ বছরে ৬ জনের প্রাণহানি
প্রচলিত নাম ট্রাক্টর। সাধারণত কৃষি জমির মাটি কাটা, ভারী মালমাল টেনে নেওয়ার কাজে ব্যবহার হয় ট্রাক্টর নামের এ যান। এতে মানুষের অনেক উপকার হয়, পরিবহন কাজ সহজ হয়ে যায়। তবে উপকারী এই যানটির ব্যবহার বেড়ে অতিষ্ঠ মাদারগঞ্জ উপজেলার জনগণ। একদিকে ভারী এ যানের কারণে প্রতিনিয়ত ভাঙছে কাচা-পাকা সড়ক। অন্যদিকে অপ্রা