Ajker Patrika

রাস্তা সংস্কার না করায় দুর্ভোগ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২২, ০৮: ৫১
রাস্তা সংস্কার না করায় দুর্ভোগ

বরিশালের আগৈলঝাড়ায় ব্যস্ততম একটি রাস্তা দীর্ঘদিন সংস্কার হচ্ছে না। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ এলাকার বাসিন্দাদের।

জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের কাজীরহাট থেকে ছয়গ্রাম বাজার পর্যন্ত রাস্তাটি অনেক দিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আগৈলঝাড়া থেকে মাহিলারা, ছয়গ্রাম, বেলুহার, ডিএসবিরহাটসহ গৌরনদী উপজেলার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা এটি।

সরেজমিনে দেখা যায়, কাজীরহাট বাজার থেকে ছয়গ্রাম বাজার পর্যন্ত রাস্তার বেশির ভাগ স্থানে বিটুমিন, পাথর উঠে গেছে। জায়গায় জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি।

রাস্তায় চলাচলকারী শিক্ষার্থী আমান সরদার বলে, ‘স্কুলে যাতায়াতের সময় গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমাদের। এই রাস্তা ছাড়া স্কুলে যাতায়াতের আর কোনো রাস্তাও নেই। তাই বাধ্য হয়ে এটা দিয়ে চলাচল করতে হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা মজিবর রহমান জানান, পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। যতই দিন যাচ্ছে ততই দুর্ভোগ বাড়ছে। জরাজীর্ণ এই রাস্তাটি সংস্কারে পদক্ষেপ নিচ্ছেন না কর্তৃপক্ষ, সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়।

কাজীরহাট বাজারের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান জানান, কখনো কখনো হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।

রত্নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা সরদার জানান, গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। অতি দ্রুত যাতে রাস্তাটি সংস্কার করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেব।

উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করার জন্য মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্প পাশ করলেই সংস্কারকাজ শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত