Ajker Patrika

এক কাজেই দিন পার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক কাজেই দিন পার

রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে কারওয়ান বাজারে আসার জন্য সকাল ১০টায় বের হন রুবেল মিয়া। ইচ্ছে ছিল কারওয়ান বাজারের কাজটি শেষ করে উত্তরা যাবেন। কিন্তু মিরপুর থেকে কারওয়ান বাজার আসতেই দিন শেষ। সেই সঙ্গে যানজটের ভোগান্তিতে ক্লান্ত তিনি। 

আজ বুধবার বিকেল পাঁচটার দিকে কারওয়ান বাজার মোড়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় রুবেল মিয়ার। তিনি বলেন, ‘সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে ৩ ঘণ্টারও বেশি সময় লেগেছে কারওয়ান বাজারে আসতে। যানজট আর গরমে বসে থেকে শরীর আর চলছে না। এখন কারওয়ান বাজার থেকে আবার মিরপুর ফিরতেই রাত হয়ে যাবে।’ যানজটের কারণে দিনে একটি কাজের বেশি করাই যায় না বলে আক্ষেপ করেন রুবেল। 

রাজধানীর বনানী এলাকায় তীব্র যানজট দেখা যায়।গত কয়েক দিন ধরে রাজধানীজুড়ে যানজটে নাকাল নগরবাসী। নগরের প্রতিটি সড়ক, অলিগলিতে গাড়ির জট। উত্তরা, এয়ারপোর্ট, বনানী, মহাখালী, মগবাজার, মোহাম্মদপুর, ফার্মগেট, শাহবাগ, মতিঝিলসহ আরও বেশ কিছু এলাকা জুড়ে তীব্র যানজট লেগেই থাকে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে অসংখ্য যানবাহনকে। ফাঁক গলে এগিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। এমনকি ফ্লাইওভারের ওপরেও দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ফলে বাড়ি থেকে বের হয়ে বিপদে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আর যানজটে বেশি বিপদে পড়ছেন অফিসগামীরা। সময় মতো কর্মস্থলে পৌঁছানোর জন্য করতে হচ্ছে যুদ্ধ। 

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল রানা। রাজধানীর পল্টন এলাকায় কর্মস্থলে যাতায়াত করতে হয় তাঁর। তবে গত কয়েক দিনের যানজট বদলে দিয়েছে তার পূর্ব অভিজ্ঞতা। সোহেল রানা বলেন, ‘আগে এক ঘণ্টার মধ্যে রেডিসন হোটেলের সামনে থেকে পল্টন পৌঁছানো যেত। কিন্তু এখন রেডিসন হোটেলের সামনে থেকে গুলিস্তান যেতে অন্তত আড়াই ঘণ্টা সময় লাগে। বিমানবন্দর সড়কের জিয়া কলোনি থেকে যানজট শুরু হয়ে পুরো পথেই দীর্ঘ গাড়ির সারি দেখা যায়।’ 

মানিকদী থেকে নিয়মিত গুলিস্তানে যাতায়াত করেন রানা খান। আজকের পত্রিকাকে তিনি বলেন, মাঝে মধ্যেই যানজটে পড়তে হয়। কিন্তু আজ সড়কে গাড়ি যেন চলছিলই না। পাবলিক বাসে করে সকালে ইসিবি চত্বর থেকে গুলিস্তান পৌঁছাতে আড়াই ঘণ্টা সময় লেগেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত