নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদের কালিবাড়ী খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে গেছে। এতে সুটিয়াকাঠি ও সোহাগদল দুই ইউনিয়নের হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। বিকল্প না থাকায় খেয়া দিয়ে পারাপার করছেন দুই পাড়ের বাসিন্দা। দ্রুত সেতুটি মেরামত করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ১০ মার্চ অয়ন-১ নামে একটি বালুবোঝাই জাহাজ সেতুটিকে সজোরে ধাক্কা দিলে খালের মধ্যে হেলে পড়ে। তার আট দিনের মাথায় গত শুক্রবার দুপুরে হেলে পড়া সেতুটি সুটিয়াকাঠির বালিহারি গ্রামের খালের উত্তর পাড় থেকে অর্ধেকের বেশি অংশ ভেঙে পানিতে পড়ে যায়।
সরেজমিন জানা গেছে, উপজেলার বৃহৎ দুই ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম কালিবাড়ি খালের ওই আয়রন সেতু। এলজিইডির অর্থায়নে নির্মিত ওই সেতুর ওপর দিয়ে প্রতিদিন দুই ইউনিয়নের মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা পারাপার করত। সেতুর দুই পাড়েই রয়েছে ডকইয়ার্ড, মাদ্রাসা ও প্রাইমারি স্কুল। বর্তমানে সেতুটি ভেঙে পড়ায় খেয়ায় পারাপার করছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। এতে বেশি সমস্যায় পড়েছে স্কুলগামী ছোট শিক্ষার্থীরা।
স্থানীয় ব্যবসায়ী সরোয়ার হোসেন বলেন, সেতুটি ভেঙে যাওয়ার সময় স্থানীয় লোকজন জাহাজটি আটকে রাখে। তখন সোহাগদল ইউনিয়ন চেয়ারম্যান এবং সুটিয়াকাঠি ইউনিয়ন চেয়ারম্যান সেতুটি ঠিক করে দেওয়ার জন্য জাহাজ মালিককে চাপ দেন। এতে তাঁরা হেলে পড়া সেতুটি মেরামত করে দেওয়ার জন্য রাজিও হন। পরে আর সেতুটি ঠিক করে দেননি। সেতুটি মেরামত না করেই জাহাজটি নিয়ে যান।
এ বিষয়ে সুটিয়াকাঠি ইউনিয়ন চেয়ারম্যান অসীম বলেন, আমি এবং রশিদ চেয়ারম্যান বলেছিলাম সেতুটি জাহাজ কর্তৃপক্ষ ঠিক করে দেবে। কোনো জরিমানা করা হবে না। যত দিন পর্যন্ত সেতু ঠিক না হবে তত দিন জাহাজ আটকা থাকবে। বালুবোঝাই জাহাজ যখন খালি হয়। তখন বলা হলো এখন জাহাজ পাহারা কে দেবে। তখন আবার সিদ্ধান্ত হয় উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ফুয়াদের কাছে চেক জমা দিয়ে সেতুর কাজ শুরু করতে হবে। জাহাজ মালিক যখন লোক ঠিক করে কাজ শুরু করার প্রক্রিয়া শুরু করে। ঠিক তখন রশিদ চেয়ারম্যান এসে বলেন, চেকে জমা দিলে হবে না। ক্যাশ টাকা জমা দিতে হবে। তখন জাহাজ মালিক নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জাহাজ নিয়ে চলে যান।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন বলেন, সেতুটি ঠিক করে দেওয়া হবে। উপজেলা প্রকৌশলীর সঙ্গে জাহাজ কর্তৃপক্ষের কথা হয়েছে। সেতুটি ঠিক করতে যে পরিমাণ টাকা দরকার তাঁদের কাছ থেকে সে পরিমাণ টাকা রাখা হয়েছে। এবং খুব শিগগিরই জনগণের জন্য সেতুটি ঠিক করে দেওয়া হবে।
পিরোজপুরের নেছারাবাদের কালিবাড়ী খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে গেছে। এতে সুটিয়াকাঠি ও সোহাগদল দুই ইউনিয়নের হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। বিকল্প না থাকায় খেয়া দিয়ে পারাপার করছেন দুই পাড়ের বাসিন্দা। দ্রুত সেতুটি মেরামত করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ১০ মার্চ অয়ন-১ নামে একটি বালুবোঝাই জাহাজ সেতুটিকে সজোরে ধাক্কা দিলে খালের মধ্যে হেলে পড়ে। তার আট দিনের মাথায় গত শুক্রবার দুপুরে হেলে পড়া সেতুটি সুটিয়াকাঠির বালিহারি গ্রামের খালের উত্তর পাড় থেকে অর্ধেকের বেশি অংশ ভেঙে পানিতে পড়ে যায়।
সরেজমিন জানা গেছে, উপজেলার বৃহৎ দুই ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম কালিবাড়ি খালের ওই আয়রন সেতু। এলজিইডির অর্থায়নে নির্মিত ওই সেতুর ওপর দিয়ে প্রতিদিন দুই ইউনিয়নের মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা পারাপার করত। সেতুর দুই পাড়েই রয়েছে ডকইয়ার্ড, মাদ্রাসা ও প্রাইমারি স্কুল। বর্তমানে সেতুটি ভেঙে পড়ায় খেয়ায় পারাপার করছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। এতে বেশি সমস্যায় পড়েছে স্কুলগামী ছোট শিক্ষার্থীরা।
স্থানীয় ব্যবসায়ী সরোয়ার হোসেন বলেন, সেতুটি ভেঙে যাওয়ার সময় স্থানীয় লোকজন জাহাজটি আটকে রাখে। তখন সোহাগদল ইউনিয়ন চেয়ারম্যান এবং সুটিয়াকাঠি ইউনিয়ন চেয়ারম্যান সেতুটি ঠিক করে দেওয়ার জন্য জাহাজ মালিককে চাপ দেন। এতে তাঁরা হেলে পড়া সেতুটি মেরামত করে দেওয়ার জন্য রাজিও হন। পরে আর সেতুটি ঠিক করে দেননি। সেতুটি মেরামত না করেই জাহাজটি নিয়ে যান।
এ বিষয়ে সুটিয়াকাঠি ইউনিয়ন চেয়ারম্যান অসীম বলেন, আমি এবং রশিদ চেয়ারম্যান বলেছিলাম সেতুটি জাহাজ কর্তৃপক্ষ ঠিক করে দেবে। কোনো জরিমানা করা হবে না। যত দিন পর্যন্ত সেতু ঠিক না হবে তত দিন জাহাজ আটকা থাকবে। বালুবোঝাই জাহাজ যখন খালি হয়। তখন বলা হলো এখন জাহাজ পাহারা কে দেবে। তখন আবার সিদ্ধান্ত হয় উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ফুয়াদের কাছে চেক জমা দিয়ে সেতুর কাজ শুরু করতে হবে। জাহাজ মালিক যখন লোক ঠিক করে কাজ শুরু করার প্রক্রিয়া শুরু করে। ঠিক তখন রশিদ চেয়ারম্যান এসে বলেন, চেকে জমা দিলে হবে না। ক্যাশ টাকা জমা দিতে হবে। তখন জাহাজ মালিক নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জাহাজ নিয়ে চলে যান।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন বলেন, সেতুটি ঠিক করে দেওয়া হবে। উপজেলা প্রকৌশলীর সঙ্গে জাহাজ কর্তৃপক্ষের কথা হয়েছে। সেতুটি ঠিক করতে যে পরিমাণ টাকা দরকার তাঁদের কাছ থেকে সে পরিমাণ টাকা রাখা হয়েছে। এবং খুব শিগগিরই জনগণের জন্য সেতুটি ঠিক করে দেওয়া হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪