যেমনে নাচাও, তেমনে নাচি
ঘুষ বা দুর্নীতির খবর আমাদের দেশে যে খুব একটা পাত্তা পায় না, তার একটি বড় কারণ হলো, সবাই মেনে নিয়েছে, এই ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। যদি নতুন কিছু করতে হয়, ঘাটে ঘাটে পয়সা গুনতে হবে। এমনকি যদি চাকরিজীবন শেষে পেনশনের টাকা তুলতে যাওয়া হয়, তাহলেও ঘুষ দেওয়াটাই রীতি।