Ajker Patrika

১৫ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড় কর্তেস, কী অপরাধ তাঁর

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৮: ০৫
১৫ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড় কর্তেস, কী অপরাধ তাঁর

পেশাদার সার্কিটে নামডাক করতে পারেননি। ২০১৭ সালে এককে তাঁর সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ৯৫৫। সাফল্য নেই বলে খবরের শিরোনামেও আসা হয়নি স্পেনের টেনিস খেলোয়াড় অ্যারন কর্তেসের। এবার এলেন, তবে ভিন্ন কারণে। 

ফিক্সিং আর দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন কর্তেস। এ ক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করতেন তাঁর খেলোয়াড় সত্তাকেই। অর্থের জন্য কি না করতেন ২৯ বছর বয়সী কর্তেস! ম্যাচ পাতাতেন, টেনিস ম্যাচ নিয়ে বাজি ধরতেন এবং জেতার জন্য সম্ভাব্য সবকিছুই করতেন। ওয়াইল্ড কার্ড পাওয়ার জন্য কর্মকর্তাদের ঘুষও দিতেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত এমনই সব দুর্নীতি করে এসেছেন কর্তেস। আর তাঁর এ সব দুর্নীতির তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগিরিট এজেন্সির (আইটিআইএ) অনুসন্ধানে। যার শাস্তি হিসেবে ২৫ বছর নিষিদ্ধ হয়েছেন কর্তেস। করা হয়েছে জরিমানাও। 

দুর্নীতির তদন্তে আইটিআইএকে পূর্ণ সহযোগিতা করেছেন কর্তেস এবং নিজের অপরাধ মেনে নিয়েছেন। ১৫ বছর নিষিদ্ধ হওয়ায় ২০৩৯ সালের ২৭ মার্চের আগ পর্যন্ত এটিপি, আইটিএফ, ডব্লিউটিএ কিংবা কোনো দেশের টেনিস ফেডারেশন অনুমোদিত কোনো টুর্নামেন্টে খেলোয়াড় কিংবা কোচ হিসেবে কিংবা অন্য কোনোভাবেও সম্পৃক্ত থাকতে পারবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত