টাকা দিয়েও সেচের পানি পান না কৃষক
আনোয়ার, চয়ন, বাবুল, ময়নালেরা স্বপ্ন দেখেছিলেন—এবার তাঁদের জমিতে বাতাসে দোল খাবে সোনালি ধান। কিন্তু তাঁদের স্বপ্নগুলো এবার ধূসর হতে বসেছে। কারণ, গভীর নলকূপ পরিচালনা কমিটির প্রভাবশালী সভাপতি তাঁদের সেচের পানি দিতে চান না—এমন অভিযোগ উঠেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলায়।