Ajker Patrika

দুর্গাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৫: ৫২
দুর্গাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার মামলায় মো. ইব্রাহিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের চায়নামোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছ। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।’ 

গ্রেপ্তার মো. ইব্রাহিমের বাড়ি দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামে। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত সোমবার বিকেলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন ইব্রাহিম। এ সময় চিৎকার শুনে ছাত্রীর মা পাশের খেত থেকে বাড়িতে এলে ইব্রাহিম পালিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে। 

স্কুলছাত্রীর বাবা জানান, তাঁদের বাড়িতে বিভিন্ন সময়ে আসা-যাওয়া করতেন ইব্রাহিম। ঘটনার দিন তাঁর স্ত্রী বাড়ির পাশের খেত থেকে ছাগল আনার জন্য যান। ওই সময় বাড়িতে তাঁর মেয়ে একা ছিল। এই সুযোগে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন ইব্রাহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত