Ajker Patrika

বাবা হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে ছেলে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ২২: ১৫
বাবা হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে ছেলে

একমাত্র ছেলে রেদোয়ানের চোখে-মুখে কেবলই বিষণ্নতা। তার বাবা নেই। ফিরবেও না কোনো দিন। প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। তাই বাবার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধনে শত শত মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছে কিশোর ছেলে রেদোয়ানও। 

গত বুধবার প্রতিপক্ষের হামলায় নিহত হন মো. মনিরুজ্জামান মনি (৫২)। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে। 

মনিরুজ্জামান মনির হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণেরচর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর সঙ্গে মানববন্ধনে অংশ নেয় মনিরুজ্জামান মনিরের ছেলে মাহমুদ রহমান রেদোয়ান, তার মা আকলিমা আক্তার, বড় মামা আব্দুর রাজ্জাক, মেজো মামা সামছুল রহমান শাহিনসহ তার স্বজন এবং এলাকাবাসী। তাদের সবার হাতেই ছিল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড। 

নিহত মো. মনিরুজ্জামান মনি। ছবি: আজকের পত্রিকারেদোয়ান কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার বাবাকে তারা মেরে ফেলেছে। আমার মতো আর কোনো সন্তান যেন বাবা-হারা না হয়। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’ 

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাচ্চু তালুকদার, আওয়ামী লীগ নেতা আজমত আলী, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউপি সদস্য আব্দুল সাত্তার শাহীন, শিক্ষক আজিজুর রহমান খান, শিক্ষক রুকন উদ্দিন শাহ প্রমুখ। 

মনিরুজ্জামান মনি হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকাবক্তারা বলেন, গত বুধবার বিকেলে চলাচলের রাস্তায় ট্রাক রাখাতে নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে প্রতিপক্ষের লোকজনের আঘাতে গুরুতর আহত হন মনিরুজ্জামান মনি। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ হত্যাকাণ্ডের জড়িতদের বিচার দাবি করেন বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত