Ajker Patrika

বিয়ে করতে প্রেমিকের অস্বীকৃতি, তরুণীর আত্মহত্যা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ২০: ১৩
বিয়ে করতে প্রেমিকের অস্বীকৃতি, তরুণীর আত্মহত্যা

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার সুসং আশ্রয় প্রকল্পের ৪/৪ নম্বর ঘরে থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহতের নাম সবুজা খাতুন (১৯)। তিনি আশ্রয় প্রকল্পের ৪/৩ নম্বর ঘরের মঞ্জু ইসলামের মেয়ে। পার্শ্ববর্তী ৪/২ নম্বর ঘরের আব্দুল আলীর ছেলে বাবু মিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সবুজা আর বাবুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত তিন-চার দিন আগে বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হয়। পরে দুজনের বিয়ের আশ্বাস দেয় ছেলের পরিবার। এ কথা বলে ছেলের পরিবারের লোকজন ছেলেকে অন্যত্র পাঠিয়ে দেয়। এরই জের ধরে এই আত্মহত্যার ঘটনা। এদিকে এ ঘটনার পর ছেলের পরিবারের লোকজন পালিয়েছেন বলে জানিয়েছেন সবুজার স্বজনেরা। 

সবুজার বাবা মঞ্জু ইসলাম বলেন, ‘আমি অসুস্থ তাই কাজ থেকে ফিরে এসে ঘরে শুয়ে ছিলাম। তখন মেয়ে আমার কাছে এসে আমাকে দেখে চলে যায়। এর কিছুক্ষণ পরে ঘরের বাচ্চা পোলাপান তাদের ঘরে ঢুকতে পারছে না বলে চিৎকার করতে থাকে। আমি আর বউ গিয়ে ডাকাডাকি করলেও দরজা খুলে নাই। পরে জানালা দিয়ে দেখি আমার মেয়ে ঝুলে আছে।’ 

সবুজার মা রনী বেগম বলেন, ‘ছেলের লগে আমার মেয়ের কথা কইলে ছেলে কইছে আর দেহা হইতো না। পরে আজ সকালে আবার আমার মেয়ে ছেলেরে ফোন দিলে ছেলের ফোন বন্ধ পায়। এরপরেই এ ঘটনা।’ 

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘নিহতের নিজ বসতঘরের পাশের একটি বসত ঘরের ভেতরে বাঁশের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করি আমরা। পরে সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত