বিরক্ত হলেন তাপসী
পাপারাজ্জিদের সঙ্গে বলিউড তারকাদের তর্ক নতুন নয়। সালমান খান থেকে শুরু করে শাহরুখ, কঙ্গনা, আনুশকা, দীপিকাদের সঙ্গে প্রায়ই পাপারাজ্জিদের ঝামেলা হয়। ছবি তোলার জন্য যেভাবে তারকাদের পেছনে ছুটতে থাকেন পাপারাজ্জিরা, তা অনেক সময়ই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এবার বিরক্ত হলেন তাপসীও।