কন্নড় অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি। সম্প্রতি ‘কান্তার’ সিনেমা দিয়ে বক্স অফিসে হুলুস্থুল ফেলে দিয়েছেন তিনি। বলিউড থেকে এবার কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে প্রত্যাখ্যান করেছেন ঋষভ। সম্প্রতি বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথাই জানিয়েছেন তিনি।
ঋষভ বলেন, ‘আমি বলিউড থেকে কাজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু এই মুহূর্তে কন্নড় ভাষার বাইরে অন্য কোনো ছবিতে কাজ করতে চাই না। আমি অমিতাভ বচ্চনকে ভালোবাসি। এ ছাড়া তরুণ প্রজন্মের বলিউড অভিনেতাদের মধ্যে সালমান ভাই ও শহীদ কাপুরসহ যারা আছেন সবাইকেই পছন্দ করি।’
ঋষভ শেঠির পরিচালনায় ‘কান্তারা’ মুক্তি পায় গত ৩০ সেপ্টেম্বর। দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং দক্ষিণী তারকা অভিনেতা রজনীকান্ত ‘কান্তারা’ ছবির জন্য ঋষভ শেঠির প্রশংসা করেছেন।
‘কান্তারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।
গত কয়েক বছরে বাহুবলী, কেজিএফ, পুষ্পা এবং এখনকার কান্তারার মতো দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। সবগুলোই দারুণ ব্যবসা সফল।
কন্নড় অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি। সম্প্রতি ‘কান্তার’ সিনেমা দিয়ে বক্স অফিসে হুলুস্থুল ফেলে দিয়েছেন তিনি। বলিউড থেকে এবার কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে প্রত্যাখ্যান করেছেন ঋষভ। সম্প্রতি বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথাই জানিয়েছেন তিনি।
ঋষভ বলেন, ‘আমি বলিউড থেকে কাজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু এই মুহূর্তে কন্নড় ভাষার বাইরে অন্য কোনো ছবিতে কাজ করতে চাই না। আমি অমিতাভ বচ্চনকে ভালোবাসি। এ ছাড়া তরুণ প্রজন্মের বলিউড অভিনেতাদের মধ্যে সালমান ভাই ও শহীদ কাপুরসহ যারা আছেন সবাইকেই পছন্দ করি।’
ঋষভ শেঠির পরিচালনায় ‘কান্তারা’ মুক্তি পায় গত ৩০ সেপ্টেম্বর। দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং দক্ষিণী তারকা অভিনেতা রজনীকান্ত ‘কান্তারা’ ছবির জন্য ঋষভ শেঠির প্রশংসা করেছেন।
‘কান্তারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।
গত কয়েক বছরে বাহুবলী, কেজিএফ, পুষ্পা এবং এখনকার কান্তারার মতো দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। সবগুলোই দারুণ ব্যবসা সফল।
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৮ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগে