এটা বললে বোধহয় ভুল হবে না যে, সর্বশেষ কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে তুলনামুলক খারাপ করার কারণে মোহনলাল বেশ ধাক্কা খেয়েছেন। ‘দৃশ্যম ২’-এর পর বড় ধরণের সাফল্য তেমন নেই তাঁর।
ফলে অভিনেতা এখন চেষ্টা করছেন, বড়পর্দায় এবং ওটিটিতে নিজেকে নতুনভাবে হাজির করার। সেটার একটি পদক্ষেপ হয়তো নির্মাতা লিজো জোসে পাল্লিসেরির সঙ্গে মোহনলালের যুক্ত হওয়া।
২০১৯ সালে মালয়ালম সিনেমা ‘জাল্লিকাট্টু’ বানিয়ে তুমুল প্রশংসিত হন লিজো। সিনেমাটি সে বছর ভারত থেকে পাঠানো হয় অস্কারে। এ নির্মাতা সম্প্রতি মামুট্টিকে নিয়ে বানিয়েছেন ‘নানপাকাল নেরাথু মায়াক্কাম’।
এরইমধ্যে গতকাল মোহনলাল ঘোষণা দিয়েছেন, লিজোর পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। টুইটে মোহনলাল বলেছেন, ‘খুবই আনন্দ নিয়ে ঘোষণাটা দিচ্ছি। ভারতীয় সিনেমার এই সময়ের অন্যতম মেধাবী নির্মাতা লিজোর সঙ্গে আমার পরবর্তী প্রজেক্টটি হচ্ছে।’
৬২ বছর বয়সেও দাপিয়ে কাজ করে যাচ্ছেন মোহনলাল। মালয়ালম, তেলুগু, তামিল, হিন্দি ও কন্নড় মিলিয়ে এ পর্যন্ত সাড়ে তিনশর বেশি সিনেমায় অভিনয় করেছেন। এ বয়সে এসেও দক্ষিণী সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। এ বছরই চারটি সিনেমা মুক্তি পেয়েছে মোহনলালের।
সর্বশেষ ২১ অক্টোবর মুক্তি পাওয়া ‘মনস্টার’-এ লাকি সিং চরিত্রে অভিনয় করে ভালোই সাড়া পাচ্ছেন। পাইপলাইনে আছে তাঁর আরও চারটি সিনেমা। সে তালিকায় যোগ হলো লিজো জোসে পাল্লিসেরি পরিচালিত সিনেমাটি। জানা গেছে, এটি হবে স্পোর্টস ড্রামা। এতে একজন বিখ্যাত কুস্তিগীরের চরিত্রে অভিনয় করবেন মোহনলাল।
এটা বললে বোধহয় ভুল হবে না যে, সর্বশেষ কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে তুলনামুলক খারাপ করার কারণে মোহনলাল বেশ ধাক্কা খেয়েছেন। ‘দৃশ্যম ২’-এর পর বড় ধরণের সাফল্য তেমন নেই তাঁর।
ফলে অভিনেতা এখন চেষ্টা করছেন, বড়পর্দায় এবং ওটিটিতে নিজেকে নতুনভাবে হাজির করার। সেটার একটি পদক্ষেপ হয়তো নির্মাতা লিজো জোসে পাল্লিসেরির সঙ্গে মোহনলালের যুক্ত হওয়া।
২০১৯ সালে মালয়ালম সিনেমা ‘জাল্লিকাট্টু’ বানিয়ে তুমুল প্রশংসিত হন লিজো। সিনেমাটি সে বছর ভারত থেকে পাঠানো হয় অস্কারে। এ নির্মাতা সম্প্রতি মামুট্টিকে নিয়ে বানিয়েছেন ‘নানপাকাল নেরাথু মায়াক্কাম’।
এরইমধ্যে গতকাল মোহনলাল ঘোষণা দিয়েছেন, লিজোর পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। টুইটে মোহনলাল বলেছেন, ‘খুবই আনন্দ নিয়ে ঘোষণাটা দিচ্ছি। ভারতীয় সিনেমার এই সময়ের অন্যতম মেধাবী নির্মাতা লিজোর সঙ্গে আমার পরবর্তী প্রজেক্টটি হচ্ছে।’
৬২ বছর বয়সেও দাপিয়ে কাজ করে যাচ্ছেন মোহনলাল। মালয়ালম, তেলুগু, তামিল, হিন্দি ও কন্নড় মিলিয়ে এ পর্যন্ত সাড়ে তিনশর বেশি সিনেমায় অভিনয় করেছেন। এ বয়সে এসেও দক্ষিণী সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। এ বছরই চারটি সিনেমা মুক্তি পেয়েছে মোহনলালের।
সর্বশেষ ২১ অক্টোবর মুক্তি পাওয়া ‘মনস্টার’-এ লাকি সিং চরিত্রে অভিনয় করে ভালোই সাড়া পাচ্ছেন। পাইপলাইনে আছে তাঁর আরও চারটি সিনেমা। সে তালিকায় যোগ হলো লিজো জোসে পাল্লিসেরি পরিচালিত সিনেমাটি। জানা গেছে, এটি হবে স্পোর্টস ড্রামা। এতে একজন বিখ্যাত কুস্তিগীরের চরিত্রে অভিনয় করবেন মোহনলাল।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১২ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১২ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১২ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১২ ঘণ্টা আগে