বর্তমানে দক্ষিণ ও বলিউড মিলেমিশে একাকার। বিশেষ করে বলিউড অভিনেত্রীদের দেখা যাচ্ছে দক্ষিণী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে, আবার দক্ষিণের তারকাদের সিনেমা মুক্তি পাচ্ছে বলিউড বাজারে। বলিউড থেকে দক্ষিণের সিনেমায় খুব একটা নাম লেখান না অভিনেত্রীরা। সময় বদলেছে, এখন দক্ষিণী সিনেমা পুরো ভারতে মাত করছে। একের পর এক প্যান ইন্ডিয়া সিনেমা তৈরী হচ্ছে দক্ষিণে। সেই যাত্রায় বলিউডের কিয়ারা আদবানি দক্ষিণে নতুন করে পা রাখলেন। ক্যারিয়ারের শুরুর দিকে কিয়ারা কয়েকটি দক্ষিণের সিনেমায় অভিনয় করেছেন। তবে গেল কয়েকবছরে কিয়ারা দিয়েছেন ‘কবির সিং’,‘শেরশাহ’,‘ভুল ভুলাইয়া ২’- এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা। আর তাইতো দক্ষিণের এই বড় বাজেটের সিনেমার নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে কিয়ারাকে। সিনেমার নাম আপাতত ঠিক হয়েছে ‘আরসি ১৫’। এই সিনেমায় কিয়ারার বিপরীতে আছেন রামচরণ। পরিচালনা করছেন ‘নায়ক’,‘রোবট’-এর মতো সিনেমার পরিচালক শংকর। এই পরিচালক সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন তিনি। রাজনৈতিক ধাঁচের নতুন এই সিনেমাটি পরিচালকের ‘শিবাজি’ কিংবা ‘ইন্ডিয়ানা’র ছোঁয়া থাকবে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বর্তমানে পাঞ্জাবে ‘আরসি ১৫’ সিনেমার একটি গানের দৃশ্যধারণ হচ্ছে। বলা যায়, রামচরণ এবং কিয়ারা আদবানি তাঁদের ক্যারিয়ারের অন্যতম বিগ বাজেটের গান শুট করছেন। গতকাল শুরু হওয়া গানের দৃশ্যধারণ হবে আরও কয়েকদিন। যার কোরিওগ্রাফার গনেশ আচার্য। প্রায় ১হাজার নৃত্যশিল্পী নিয়ে এই গানের শুটিং হবে পাঞ্জাব ও হায়দরাবাদে। এই গানের শুটিংয়ের পর ১২০০ ফাইটার নিয়ে আ্যকশন পার্ট শুট হবে হায়দরাবাদেই। আগস্ট মাসের ভিতর সিনেমার ৭০শতাংশ শুটিং সম্পন্ন হবে। অক্টোবর মাসে এই টিম ইউরোপে শুটিং করবে। আশা করা যায়, ডিসেম্বরে পুরো সিনেমার সিনেমার শুটিং শেষ হবে। আগামী বছর সিনেমাটি মুক্তি পেতে পারে।
বর্তমানে দক্ষিণ ও বলিউড মিলেমিশে একাকার। বিশেষ করে বলিউড অভিনেত্রীদের দেখা যাচ্ছে দক্ষিণী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে, আবার দক্ষিণের তারকাদের সিনেমা মুক্তি পাচ্ছে বলিউড বাজারে। বলিউড থেকে দক্ষিণের সিনেমায় খুব একটা নাম লেখান না অভিনেত্রীরা। সময় বদলেছে, এখন দক্ষিণী সিনেমা পুরো ভারতে মাত করছে। একের পর এক প্যান ইন্ডিয়া সিনেমা তৈরী হচ্ছে দক্ষিণে। সেই যাত্রায় বলিউডের কিয়ারা আদবানি দক্ষিণে নতুন করে পা রাখলেন। ক্যারিয়ারের শুরুর দিকে কিয়ারা কয়েকটি দক্ষিণের সিনেমায় অভিনয় করেছেন। তবে গেল কয়েকবছরে কিয়ারা দিয়েছেন ‘কবির সিং’,‘শেরশাহ’,‘ভুল ভুলাইয়া ২’- এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা। আর তাইতো দক্ষিণের এই বড় বাজেটের সিনেমার নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে কিয়ারাকে। সিনেমার নাম আপাতত ঠিক হয়েছে ‘আরসি ১৫’। এই সিনেমায় কিয়ারার বিপরীতে আছেন রামচরণ। পরিচালনা করছেন ‘নায়ক’,‘রোবট’-এর মতো সিনেমার পরিচালক শংকর। এই পরিচালক সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন তিনি। রাজনৈতিক ধাঁচের নতুন এই সিনেমাটি পরিচালকের ‘শিবাজি’ কিংবা ‘ইন্ডিয়ানা’র ছোঁয়া থাকবে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
বর্তমানে পাঞ্জাবে ‘আরসি ১৫’ সিনেমার একটি গানের দৃশ্যধারণ হচ্ছে। বলা যায়, রামচরণ এবং কিয়ারা আদবানি তাঁদের ক্যারিয়ারের অন্যতম বিগ বাজেটের গান শুট করছেন। গতকাল শুরু হওয়া গানের দৃশ্যধারণ হবে আরও কয়েকদিন। যার কোরিওগ্রাফার গনেশ আচার্য। প্রায় ১হাজার নৃত্যশিল্পী নিয়ে এই গানের শুটিং হবে পাঞ্জাব ও হায়দরাবাদে। এই গানের শুটিংয়ের পর ১২০০ ফাইটার নিয়ে আ্যকশন পার্ট শুট হবে হায়দরাবাদেই। আগস্ট মাসের ভিতর সিনেমার ৭০শতাংশ শুটিং সম্পন্ন হবে। অক্টোবর মাসে এই টিম ইউরোপে শুটিং করবে। আশা করা যায়, ডিসেম্বরে পুরো সিনেমার সিনেমার শুটিং শেষ হবে। আগামী বছর সিনেমাটি মুক্তি পেতে পারে।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১১ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১২ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১২ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১২ ঘণ্টা আগে