Ajker Patrika

হাজার নৃত্যশিল্পী নিয়ে গানের শুটিং

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৪: ০০
হাজার নৃত্যশিল্পী নিয়ে গানের শুটিং

বর্তমানে দক্ষিণ ও বলিউড মিলেমিশে একাকার। বিশেষ করে বলিউড অভিনেত্রীদের দেখা যাচ্ছে দক্ষিণী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে, আবার দক্ষিণের তারকাদের সিনেমা মুক্তি পাচ্ছে বলিউড বাজারে। বলিউড থেকে দক্ষিণের সিনেমায় খুব একটা নাম লেখান না অভিনেত্রীরা। সময় বদলেছে, এখন দক্ষিণী সিনেমা পুরো ভারতে মাত করছে। একের পর এক প্যান ইন্ডিয়া সিনেমা তৈরী হচ্ছে দক্ষিণে। সেই যাত্রায় বলিউডের কিয়ারা আদবানি দক্ষিণে নতুন করে পা রাখলেন। ক্যারিয়ারের শুরুর দিকে কিয়ারা কয়েকটি দক্ষিণের সিনেমায় অভিনয় করেছেন। তবে গেল কয়েকবছরে কিয়ারা দিয়েছেন ‘কবির সিং’,‘শেরশাহ’,‘ভুল ভুলাইয়া ২’- এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা। আর তাইতো দক্ষিণের এই বড় বাজেটের সিনেমার নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে কিয়ারাকে। সিনেমার নাম আপাতত ঠিক হয়েছে ‘আরসি ১৫’। এই সিনেমায় কিয়ারার বিপরীতে আছেন রামচরণ। পরিচালনা করছেন ‘নায়ক’,‘রোবট’-এর মতো সিনেমার পরিচালক শংকর। এই পরিচালক সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন তিনি। রাজনৈতিক ধাঁচের নতুন এই সিনেমাটি পরিচালকের ‘শিবাজি’ কিংবা ‘ইন্ডিয়ানা’র ছোঁয়া থাকবে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

বর্তমানে পাঞ্জাবে ‘আরসি ১৫’ সিনেমার একটি গানের দৃশ্যধারণ হচ্ছে। বলা যায়, রামচরণ এবং কিয়ারা আদবানি তাঁদের ক্যারিয়ারের অন্যতম বিগ বাজেটের গান শুট করছেন। গতকাল শুরু হওয়া গানের দৃশ্যধারণ হবে আরও কয়েকদিন। যার কোরিওগ্রাফার গনেশ আচার্য। প্রায় ১হাজার নৃত্যশিল্পী নিয়ে এই গানের শুটিং হবে পাঞ্জাব ও হায়দরাবাদে। এই গানের শুটিংয়ের পর ১২০০ ফাইটার নিয়ে আ্যকশন পার্ট শুট হবে হায়দরাবাদেই। আগস্ট মাসের ভিতর সিনেমার ৭০শতাংশ শুটিং সম্পন্ন হবে। অক্টোবর মাসে এই টিম ইউরোপে শুটিং করবে। আশা করা যায়, ডিসেম্বরে পুরো সিনেমার সিনেমার শুটিং শেষ হবে। আগামী বছর সিনেমাটি মুক্তি পেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত