Ajker Patrika

পুষ্পার খলনায়ক যীশু

পুষ্পার খলনায়ক যীশু

দক্ষিণী ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার সিক্যুয়েলে দেখা যেতে পারে টালিউডের যীশু সেনগুপ্তকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ‘পুষ্পা: দ্য রুল’-এর ভিলেন হবেন তিনি। প্রথমে এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বিজয় সেতুপতিকে। কিন্তু তিনি নভেম্বর থেকে নিজের প্রযোজিত একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন, তাই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন বিজয়। এরপরই নাকি চরিত্রটিতে অভিনয়ের জন্য যীশুকে চেয়েছেন পুষ্পা নির্মাতা।

২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পায় আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে সিনেমাটি। এখনো দর্শকদের মুখে মুখে ফেরে পুষ্পার গান ও সংলাপ। এর সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ নিয়েও তাই দর্শকদের আগ্রহের শেষ নেই। এ সিনেমায় বাংলার তারকা যীশুর উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে আশা সবার।

যীশু সেনগুপ্তর জনপ্রিয়তা এরই মধ্যে বাংলা ছাড়িয়ে পৌঁছে গেছে দক্ষিণেও। ‘মায়েস্ত্রো’, ‘শ্যাম সিংহ রায়’, ‘সীতা রামাম’সহ বেশ কিছু তেলুগু সিনেমায় পাওয়া গেছে যীশুর উপস্থিতি।

এক সাক্ষাৎকারে যীশু নিজেই জানিয়েছিলেন, পুষ্পার প্রথম পর্বে খলনায়ক চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল তাঁর কাছে। ফাহাদ ফাসিল অভিনীত চরিত্রটি আসলে তাঁরই করার কথা ছিল। কিন্তু ওই সময় অন্য কাজে ব্যস্ত থাকায় কাজটি করতে পারেননি যীশু। তবে ‘পুষ্পা: দ্য রুল’ দিয়ে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয়ের স্বপ্ন পূরণ হতে পারে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত