দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুর অভিনীত রোমান্টিক ড্রামা ‘সীতা রামাম’ এবার হিন্দি ভাষায় বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে।
তেলেগু ব্লকবাস্টার চলচ্চিত্রটির হিন্দি ভার্সন আগামী ১৮ নভেম্বর স্ট্রিমিং করা হবে বলে গতকাল বুধবার টুইটারে জানিয়েছে ডিজনি প্লাস হটস্টার।
ভালোবাসার গল্প ‘সীতা রামম’। এই গল্পে সীতা মহালক্ষ্মী (ম্রুণাল ঠাকুর) ও লেফটেন্যান্ট রামের (দুলকার সালমান) চিঠি বিনিময় চলে। এভাবে তারা একে অপরের কাছে আসেন; প্রেমে পড়েন। ঘটনাক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ার ২০ বছর পর এক চিঠির মাধ্যমে ভালোবাসার সংজ্ঞা নতুন করে লেখা হয়।
এ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তেলুগু ‘ক্রাইম অ্যাকশন থ্রিলার’ পুষ্পায় শ্রীভাল্লি চরিত্রের জন্য জনপ্রিয় রাশমিকা মন্দানা।
সেপ্টেম্বরে প্রাইম ভিডিওতে বিশ্বব্যাপী মালয়ালাম, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল ‘সীতা রামাম’।
বক্স অফিসে ব্লকবাস্টার খেতাব পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আকর্ষণে শীর্ষস্থান ধরে রেখেছিল ‘সীতা রামাম’।
স্বপ্ন সিনেমাস ও বৈজয়ন্তী মুভিস প্রযোজিত হানু রাঘবপুদি পরিচালিত ‘সীতা রামাম’- এর হৃদয়ছোঁয়া অনুভূতি ও রোমান্স দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়েছে।
মাত্র ২৫ কোটি রুপিতে নির্মিত ‘সীতা রামাম’ বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে। বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার খেতাবও অর্জন করেছে সিনেমাটি।
সীতা ও রামের প্রেমের গল্প হিন্দিতে দেখার অপেক্ষা ফুরোচ্ছে সিনেমাপ্রেমীদের।
দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুর অভিনীত রোমান্টিক ড্রামা ‘সীতা রামাম’ এবার হিন্দি ভাষায় বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে।
তেলেগু ব্লকবাস্টার চলচ্চিত্রটির হিন্দি ভার্সন আগামী ১৮ নভেম্বর স্ট্রিমিং করা হবে বলে গতকাল বুধবার টুইটারে জানিয়েছে ডিজনি প্লাস হটস্টার।
ভালোবাসার গল্প ‘সীতা রামম’। এই গল্পে সীতা মহালক্ষ্মী (ম্রুণাল ঠাকুর) ও লেফটেন্যান্ট রামের (দুলকার সালমান) চিঠি বিনিময় চলে। এভাবে তারা একে অপরের কাছে আসেন; প্রেমে পড়েন। ঘটনাক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ার ২০ বছর পর এক চিঠির মাধ্যমে ভালোবাসার সংজ্ঞা নতুন করে লেখা হয়।
এ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তেলুগু ‘ক্রাইম অ্যাকশন থ্রিলার’ পুষ্পায় শ্রীভাল্লি চরিত্রের জন্য জনপ্রিয় রাশমিকা মন্দানা।
সেপ্টেম্বরে প্রাইম ভিডিওতে বিশ্বব্যাপী মালয়ালাম, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল ‘সীতা রামাম’।
বক্স অফিসে ব্লকবাস্টার খেতাব পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আকর্ষণে শীর্ষস্থান ধরে রেখেছিল ‘সীতা রামাম’।
স্বপ্ন সিনেমাস ও বৈজয়ন্তী মুভিস প্রযোজিত হানু রাঘবপুদি পরিচালিত ‘সীতা রামাম’- এর হৃদয়ছোঁয়া অনুভূতি ও রোমান্স দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়েছে।
মাত্র ২৫ কোটি রুপিতে নির্মিত ‘সীতা রামাম’ বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে। বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার খেতাবও অর্জন করেছে সিনেমাটি।
সীতা ও রামের প্রেমের গল্প হিন্দিতে দেখার অপেক্ষা ফুরোচ্ছে সিনেমাপ্রেমীদের।
গত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
১ ঘণ্টা আগেহাস্যরসাত্মক গল্পে নাসির উদ্দিন মাসুদ বানিয়েছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’। গ্রামের বোকা মানুষদের গল্প দেখা যাবে এই নাটকে। রচনা করেছেন সুজিত বিশ্বাস।
১ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী বিদ্যা বালান ইদানীং কমেডি সিনেমা-সিরিজ বেশি দেখছেন। দুটি সিরিজ ও একটি শো সাজেস্ট করলেন দর্শকদের জন্য। অভিনেত্রীর আশা, এগুলো দেখে তাঁর মতো অন্যদেরও মন ভালো হয়ে যাবে।
১ ঘণ্টা আগেআশির দশকে আইরিশ পরিচালক ডিয়ারভা ওয়ালশ যখন ক্যারিয়ার শুরু করেন, তখন আয়ারল্যান্ডে কাজের সুযোগ ছিল খুবই কম। সেখানে তখন পরিচালক হতে চাওয়া ছিল কল্পনার মতো। তবে গত কয়েক বছরে চিত্রটা একেবারেই বদলে গেছে।
১ ঘণ্টা আগে