দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুর অভিনীত রোমান্টিক ড্রামা ‘সীতা রামাম’ এবার হিন্দি ভাষায় বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে।
তেলেগু ব্লকবাস্টার চলচ্চিত্রটির হিন্দি ভার্সন আগামী ১৮ নভেম্বর স্ট্রিমিং করা হবে বলে গতকাল বুধবার টুইটারে জানিয়েছে ডিজনি প্লাস হটস্টার।
ভালোবাসার গল্প ‘সীতা রামম’। এই গল্পে সীতা মহালক্ষ্মী (ম্রুণাল ঠাকুর) ও লেফটেন্যান্ট রামের (দুলকার সালমান) চিঠি বিনিময় চলে। এভাবে তারা একে অপরের কাছে আসেন; প্রেমে পড়েন। ঘটনাক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ার ২০ বছর পর এক চিঠির মাধ্যমে ভালোবাসার সংজ্ঞা নতুন করে লেখা হয়।
এ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তেলুগু ‘ক্রাইম অ্যাকশন থ্রিলার’ পুষ্পায় শ্রীভাল্লি চরিত্রের জন্য জনপ্রিয় রাশমিকা মন্দানা।
সেপ্টেম্বরে প্রাইম ভিডিওতে বিশ্বব্যাপী মালয়ালাম, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল ‘সীতা রামাম’।
বক্স অফিসে ব্লকবাস্টার খেতাব পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আকর্ষণে শীর্ষস্থান ধরে রেখেছিল ‘সীতা রামাম’।
স্বপ্ন সিনেমাস ও বৈজয়ন্তী মুভিস প্রযোজিত হানু রাঘবপুদি পরিচালিত ‘সীতা রামাম’- এর হৃদয়ছোঁয়া অনুভূতি ও রোমান্স দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়েছে।
মাত্র ২৫ কোটি রুপিতে নির্মিত ‘সীতা রামাম’ বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে। বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার খেতাবও অর্জন করেছে সিনেমাটি।
সীতা ও রামের প্রেমের গল্প হিন্দিতে দেখার অপেক্ষা ফুরোচ্ছে সিনেমাপ্রেমীদের।
দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুর অভিনীত রোমান্টিক ড্রামা ‘সীতা রামাম’ এবার হিন্দি ভাষায় বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে।
তেলেগু ব্লকবাস্টার চলচ্চিত্রটির হিন্দি ভার্সন আগামী ১৮ নভেম্বর স্ট্রিমিং করা হবে বলে গতকাল বুধবার টুইটারে জানিয়েছে ডিজনি প্লাস হটস্টার।
ভালোবাসার গল্প ‘সীতা রামম’। এই গল্পে সীতা মহালক্ষ্মী (ম্রুণাল ঠাকুর) ও লেফটেন্যান্ট রামের (দুলকার সালমান) চিঠি বিনিময় চলে। এভাবে তারা একে অপরের কাছে আসেন; প্রেমে পড়েন। ঘটনাক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ার ২০ বছর পর এক চিঠির মাধ্যমে ভালোবাসার সংজ্ঞা নতুন করে লেখা হয়।
এ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তেলুগু ‘ক্রাইম অ্যাকশন থ্রিলার’ পুষ্পায় শ্রীভাল্লি চরিত্রের জন্য জনপ্রিয় রাশমিকা মন্দানা।
সেপ্টেম্বরে প্রাইম ভিডিওতে বিশ্বব্যাপী মালয়ালাম, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল ‘সীতা রামাম’।
বক্স অফিসে ব্লকবাস্টার খেতাব পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আকর্ষণে শীর্ষস্থান ধরে রেখেছিল ‘সীতা রামাম’।
স্বপ্ন সিনেমাস ও বৈজয়ন্তী মুভিস প্রযোজিত হানু রাঘবপুদি পরিচালিত ‘সীতা রামাম’- এর হৃদয়ছোঁয়া অনুভূতি ও রোমান্স দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়েছে।
মাত্র ২৫ কোটি রুপিতে নির্মিত ‘সীতা রামাম’ বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে। বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার খেতাবও অর্জন করেছে সিনেমাটি।
সীতা ও রামের প্রেমের গল্প হিন্দিতে দেখার অপেক্ষা ফুরোচ্ছে সিনেমাপ্রেমীদের।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৭ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৭ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১৮ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১৮ ঘণ্টা আগে