বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে যত চিন্তা উইকেট নিয়ে
তিন সপ্তাহের বেশি হলো, যুক্তরাষ্ট্রে এসেছে বাংলাদেশ দল। এই সময়ের বেশির ভাগই অস্বস্তিতে কেটেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ধাক্কা কাটিয়ে উঠতেই তো বেশ সময় লাগল। অবশেষে স্বস্তির নিশ্বাস নিতে পারছে নাজমুল হোসেন শান্তর দল। আর সেটা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই, চাপকে জয় করা জয়ের পর।