Ajker Patrika

সেই ওয়েস্ট ইন্ডিজেই দুঃখ ঘুচল দ্রাবিড়ের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ জুন ২০২৪, ১৩: ৫৫
Thumbnail image

রাহুল দ্রাবিড় কি গতকাল ‘টাইম মেশিনে’ চড়ে ১৭ বছর আগে ফিরে গিয়েছিলেন? হয়তোবা হ্যাঁ, হয়তোবা না। সে যা-ই হোক, বার্বাডোজের কেনসিংটন ওভালে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ প্রায় হয়েই গিয়েছিল দ্রাবিড়ের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছেন দ্রাবিড়রা। 

ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতের গ্রুপে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও বারমুডা। এমন গ্রুপ পেয়েও ভারত ছিটকে যায় গ্রুপ পর্বেই। একমাত্র জয় ভারত পেয়েছিল বারমুডার বিপক্ষে। সেই বিশ্বকাপে বাংলাদেশের ‘ভারতবধ’কে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অঘটন হিসেবে ধরা হয়। ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজে যে দুঃখে দ্রাবিড় পুড়েছিলেন তখন, ১৭ বছর পর কোচ হিসেবে এবার সেই দুঃখ ঘোচালেন। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রাতে বার্বাডোজের ফাইনালে ভারতের হার ছিল সময়ের ব্যাপার মাত্র। শেষ ৪ ওভারে হাতে ৬ উইকেট নিয়ে ২৬ রান দরকার ছিল প্রোটিয়াদের। ব্যাটিংয়ে ছিলেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের মতো দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। এখান থেকেই একের পর এক উইকেট নিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন হয় ভারতের। মাঠে ক্রিকেটারদের উদ্‌যাপনের সঙ্গে ডাগআউটেও উল্লাস করতে দেখা যায় দ্রাবিড়কে। শেষ পর্যন্ত ভারত ৭ রানে জিতলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তা থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মা—সবার সঙ্গেই ছবি তুলেছেন দ্রাবিড়। ভারতের পতাকা গায়ে জড়িয়ে মাঠ প্রদক্ষিণ করেন বিশ্বকাপজয়ী কোচ। ১১ বছরের আইসিসি শিরোপা ঘোচানোর পর দ্রাবিড়কে আকাশে ছুড়ে উদ্‌যাপন করেন কোহলি, রোহিত, ঋষভ পন্তরা। 

আইসিসি ইভেন্টে ১১ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে ভারত। দীর্ঘদিন পর শিরোপ জিতে কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে উল্লাসে মেতে ওঠেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। ছবি: এএফপি২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তখনই ভারতের সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ওঠে রোহিতের কাঁধে। খুব দ্রুতই তিনি হয়ে উঠেছেন সব সংস্করণের অধিনায়ক। ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ—দুবার ভারতের স্বপ্নভঙ্গের সাক্ষী হয়েছেন রোহিত-দ্রাবিড় জুটি, যার মধ্যে আহমেদাবাদের ফাইনাল হারের ‘ভূত’ তাড়া করছিল সাত মাস ধরে। বার্বাডোজে কাল সব অপূর্ণতা রূপ নিয়েছে পূর্ণতায়। দ্রাবিড়কে নিয়ে রোহিত বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের জন্য তিনি (দ্রাবিড়) গত ২০-২৫ বছর যা করেছেন, একমাত্র এটাই বাকি ছিল। পুরো দলের পক্ষ থেকে আমি খুশি যে তার জন্য এমন কিছু উপহার দিতে পেরে।’  ভারতের প্রধান কোচ হিসেবে শেষটা একদম মনে রাখার মতোই হয়েছে দ্রাবিড়ের। কারণ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তিনি ঘোষণা দিয়েছিলেন, এবারই তাঁর শেষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত