পোশাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সুযোগ নেই, এলে হবে রাজনৈতিক: বিকেএমইএ সভাপতি
বাংলাদেশ শর্ত মেনেই তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানি করে। সুতরাং, এ খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ নেই বলে মনে করেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, এরপরও যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, সেটি হবে রাজনৈতিক বিবেচনায়। তখন সরকারের পাশে থাকবে পোশাক ব্যবসায়ীরা।