কারও সঙ্গে দ্বন্দ্ব নেই, বলছেন তাসকিন
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। টুর্নামেন্ট চলার সময় খবর এসেছে, তাসকিন নিয়মের বাইরে গিয়ে পুরো পারিশ্রমিকের দাবি জানিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও তাসকিন জানিয়েছেন, বিষয়টি নিজেদের মধ্যে শুধুই ‘ভুল বুঝাবুঝি’।