ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকা সফর দুয়ারে কড়া নাড়ছে। আগামীকাল সকালেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার কথা তামিম ইকবাল-মুমিনুল হকদের। এর আগে আজ মিরপুরে অনুশীলনে ঘাম ঝরিয়েছে ক্রিকেটাররা। অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের সামনে কথা বলেছেন ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে থাকা তাসকিন আহমেদ। বোলিং নিয়ে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন।
৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উত্থান-পতন সবই দেখেছেন তাসকিন। চোটে পড়ে দলের বাইরেও ছিলেন দীর্ঘ সময়। নিজেকে প্রমাণ করে আবারও ফিরেছেন। পরিণত তাসকিনের লক্ষ্য এখন অনেক দূরে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে তিনি বললেন, ‘ভালো খেলি বা খারাপ খেলি, নিজের প্রক্রিয়া ধরে রাখা গুরুত্বপূর্ণ। কারণ স্বপ্ন অনেক বড়। আমি বিশ্বের সেরা বোলার হতে চাই। এ জন্য সব সময় নিজের ফিটনেস ও বোলিংয়ে যাতে উন্নতি হয় সেদিকে মনোযোগ দিচ্ছি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে উন্মুখ হয়ে আছেন তাসকিন। নিজের সেরাটা দিয়ে ম্যাচ জেতাতে অবদান রাখতে চান, ‘নিজের শক্তি-দক্ষতার মধ্যে থেকে সেরাটা দিতে চাই। খুব ইচ্ছা থাকবে যেন ম্যাচ জেতানোর পেছনে আমার অবদান থাকে।’ আর সেটি করতে বোলিংটা কীভাবে করতে হবে ভালোই জানেন ২৭ বছর বয়সী এই পেসার, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় স্পোর্টিং উইকেট পাওয়া যায়। এসব জায়গায় বোলার, ব্যাটার দুজনেরই ভালো করার সুযোগ থাকে। চ্যালেঞ্জও বেশি। ভালো জায়গায় বল না করলে রান হওয়ার সম্ভাবনাও থাকে। সুবিধাও আছে। একই সঙ্গে সেখানে খুব নিয়ন্ত্রিত বোলার হতে হবে।’
শুধু নিজের বোলিং নিয়ে নয়, দলের পেস বোলিং বিভাগ নিয়েই আশার কথা শুনিয়েছেন তাসকিন। গত এক-দেড় বছরে পেসারদের সাফল্যের কথা টেনে তিনি বলেন, ‘পেস বোলিং বিভাগটা ধীরে ধীরে উন্নতি করছে। সবাই ধারাবাহিক। আশা করছি, এটা ধরে রাখতে পারব। সামনে এশিয়া কাপ, টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ আছে। আমরা যদি সিরিজ ধরে ধরে নিজেদের উন্নতির ধারাটা বজায় রাখতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে।’
এদিকে নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে পেয়েও উচ্ছ্বসিত তাসকিন। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তির থেকে শিখতে চান সর্বোচ্চটা, ‘আমরা রোমাঞ্চিত কারণ ওনার (ডোনাল্ড) মতো একজন কিংবদন্তির অধীনে কোচিং করব। আমাদের দেশি কোচ বা বিদেশি কোচ বলেন, সবার তত্ত্ব প্রায় একই। কিন্তু এক একজনের অভিজ্ঞতা একেক রকম। আমরাও রোমাঞ্চিত যে ওনার মতো একজন কোচকে পাব। চেষ্টা করব তাঁর মতো কিংবদন্তির কাছ থেকে যতটা সম্ভব আদায় করে নিতে চেষ্টা করব।’
দক্ষিণ আফ্রিকা সফর দুয়ারে কড়া নাড়ছে। আগামীকাল সকালেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার কথা তামিম ইকবাল-মুমিনুল হকদের। এর আগে আজ মিরপুরে অনুশীলনে ঘাম ঝরিয়েছে ক্রিকেটাররা। অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের সামনে কথা বলেছেন ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে থাকা তাসকিন আহমেদ। বোলিং নিয়ে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন।
৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উত্থান-পতন সবই দেখেছেন তাসকিন। চোটে পড়ে দলের বাইরেও ছিলেন দীর্ঘ সময়। নিজেকে প্রমাণ করে আবারও ফিরেছেন। পরিণত তাসকিনের লক্ষ্য এখন অনেক দূরে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে তিনি বললেন, ‘ভালো খেলি বা খারাপ খেলি, নিজের প্রক্রিয়া ধরে রাখা গুরুত্বপূর্ণ। কারণ স্বপ্ন অনেক বড়। আমি বিশ্বের সেরা বোলার হতে চাই। এ জন্য সব সময় নিজের ফিটনেস ও বোলিংয়ে যাতে উন্নতি হয় সেদিকে মনোযোগ দিচ্ছি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে উন্মুখ হয়ে আছেন তাসকিন। নিজের সেরাটা দিয়ে ম্যাচ জেতাতে অবদান রাখতে চান, ‘নিজের শক্তি-দক্ষতার মধ্যে থেকে সেরাটা দিতে চাই। খুব ইচ্ছা থাকবে যেন ম্যাচ জেতানোর পেছনে আমার অবদান থাকে।’ আর সেটি করতে বোলিংটা কীভাবে করতে হবে ভালোই জানেন ২৭ বছর বয়সী এই পেসার, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় স্পোর্টিং উইকেট পাওয়া যায়। এসব জায়গায় বোলার, ব্যাটার দুজনেরই ভালো করার সুযোগ থাকে। চ্যালেঞ্জও বেশি। ভালো জায়গায় বল না করলে রান হওয়ার সম্ভাবনাও থাকে। সুবিধাও আছে। একই সঙ্গে সেখানে খুব নিয়ন্ত্রিত বোলার হতে হবে।’
শুধু নিজের বোলিং নিয়ে নয়, দলের পেস বোলিং বিভাগ নিয়েই আশার কথা শুনিয়েছেন তাসকিন। গত এক-দেড় বছরে পেসারদের সাফল্যের কথা টেনে তিনি বলেন, ‘পেস বোলিং বিভাগটা ধীরে ধীরে উন্নতি করছে। সবাই ধারাবাহিক। আশা করছি, এটা ধরে রাখতে পারব। সামনে এশিয়া কাপ, টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ আছে। আমরা যদি সিরিজ ধরে ধরে নিজেদের উন্নতির ধারাটা বজায় রাখতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে।’
এদিকে নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে পেয়েও উচ্ছ্বসিত তাসকিন। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তির থেকে শিখতে চান সর্বোচ্চটা, ‘আমরা রোমাঞ্চিত কারণ ওনার (ডোনাল্ড) মতো একজন কিংবদন্তির অধীনে কোচিং করব। আমাদের দেশি কোচ বা বিদেশি কোচ বলেন, সবার তত্ত্ব প্রায় একই। কিন্তু এক একজনের অভিজ্ঞতা একেক রকম। আমরাও রোমাঞ্চিত যে ওনার মতো একজন কোচকে পাব। চেষ্টা করব তাঁর মতো কিংবদন্তির কাছ থেকে যতটা সম্ভব আদায় করে নিতে চেষ্টা করব।’
শেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৬ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৭ ঘণ্টা আগে