নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে পেসারদের ওপর প্রত্যাশার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডের পর এবার সিরিজ নির্ধারণী ম্যাচেও প্রত্যাশা পূরণ করলেন তাসকিন-শরীফুলরা। আগে ফিল্ডিং পেলেও সুপারস্পোর্ট পার্কের ব্যাটিং স্বর্গে তোপ ঝেড়েছেন তাঁরা। এতেই স্বাগতিকদের ছোট স্কোরে আটকে দিয়েছে বাংলাদেশ।
আজ সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৩৭ ওভারে ১৫৪ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বল হাতে দ্যুতি ছড়িয়ে ৫ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।
সুপারস্পোর্ট পার্কের ব্যাটিং স্বর্গে যেকোনো দলই আগে ব্যাটিং করতে চাইবে। তাইতো টস জিতে ব্যাটিং নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ফিল্ডিং পাওয়ায় হয়তো খানিকটা হতাশ হয়ে থাকতে পারেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তবে বোলারদের দারুণ নৈপুণ্যতায় সেটা কেটে যাওয়ারই কথা বাংলাদেশের অধিনায়কের।
প্রোটিয়াদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে পেয়েছিল ৪৬ রানের সূচনা। তবে তারপরের গল্পটা বাংলাদেশের বোলারদের। একে একে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে প্রোটিয়াদের টপ অর্ডার ধসে দেন তাসকিন আহমেদ। এর মাঝে এই পেসারদের সঙ্গে দারুণ তাল মিলিয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানও।
প্রথম ওয়ানডের মতো ফের হাল ধরেছিলেন ডেভিড মিলার। ২৯ তম ওভারে তাসকিন তাঁকে ফেরাতেই খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সেই ওভারেই রাবাদাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তাসকিন।
এরপর দ্রুত সাকিব লুঙ্গি এনগিডিকে আউট করে ও অধিনায়ক তামিম কেশব মহারাজকে রানআউট করেন স্বাগতিকদের লেজ ছেটে দেন।
দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে পেসারদের ওপর প্রত্যাশার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডের পর এবার সিরিজ নির্ধারণী ম্যাচেও প্রত্যাশা পূরণ করলেন তাসকিন-শরীফুলরা। আগে ফিল্ডিং পেলেও সুপারস্পোর্ট পার্কের ব্যাটিং স্বর্গে তোপ ঝেড়েছেন তাঁরা। এতেই স্বাগতিকদের ছোট স্কোরে আটকে দিয়েছে বাংলাদেশ।
আজ সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৩৭ ওভারে ১৫৪ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বল হাতে দ্যুতি ছড়িয়ে ৫ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ।
সুপারস্পোর্ট পার্কের ব্যাটিং স্বর্গে যেকোনো দলই আগে ব্যাটিং করতে চাইবে। তাইতো টস জিতে ব্যাটিং নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ফিল্ডিং পাওয়ায় হয়তো খানিকটা হতাশ হয়ে থাকতে পারেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তবে বোলারদের দারুণ নৈপুণ্যতায় সেটা কেটে যাওয়ারই কথা বাংলাদেশের অধিনায়কের।
প্রোটিয়াদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে পেয়েছিল ৪৬ রানের সূচনা। তবে তারপরের গল্পটা বাংলাদেশের বোলারদের। একে একে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে প্রোটিয়াদের টপ অর্ডার ধসে দেন তাসকিন আহমেদ। এর মাঝে এই পেসারদের সঙ্গে দারুণ তাল মিলিয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানও।
প্রথম ওয়ানডের মতো ফের হাল ধরেছিলেন ডেভিড মিলার। ২৯ তম ওভারে তাসকিন তাঁকে ফেরাতেই খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সেই ওভারেই রাবাদাকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তাসকিন।
এরপর দ্রুত সাকিব লুঙ্গি এনগিডিকে আউট করে ও অধিনায়ক তামিম কেশব মহারাজকে রানআউট করেন স্বাগতিকদের লেজ ছেটে দেন।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে