কাঁদলেন, কাঁদালেন তামিম ইকবাল
আচমকা সংবাদ সম্মেলন। কিন্তু কেন? একেবারে নিশ্চিত করে কেউ কিছু তখন বলতে পারছিল না। তবে অনুমান করেছেন একেকজনে একেকভাবে। কেউ মনে করছেন, হয়তো অধিনায়ক থেকেই সরে দাঁড়াবেন। কিন্তু কেউ ভাবেননি, একেবারে ক্রিকেট থেকেই বিদায় নেবেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন মন খারাপের কথা। ওইসময় হোটেলের বাইরে ঝরছি