নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিম ইকবালের আকস্মিক অবসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক সঙ্গে দুটি উত্তর খুঁজতে হচ্ছে এই মুহূর্তে। কে হবেন পরবর্তী ওয়ানডে অধিনায়ক। ওপেনার হিসেবে তামিমের বিকল্প হবেন কে।
এই আফগানিস্তান সিরিজে বিকল্প ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈমকে নেওয়া হয়েছে। তামিমের আকস্মিক অবসরে আক্ষরিক অর্থেই কপাল খুলতে যাচ্ছে নাঈমের। তবে যদি এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের কথা চিন্তা করা হয়, সে ক্ষেত্রে শুধু নাঈম নয়, আরও অন্তত দুজন বিকল্প ওপেনার দেখতে হবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে রনি তালুকদার কিংবা হঠাৎ ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া সৌম্য সরকারও থাকতে পারেন বিবেচনায়। আবার নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয়ের মতো আক্রমণাত্মক ব্যাটারদেরও ব্যাটিং পজিশন বদলে যেতে পারে।
অধিনায়কত্বের জায়গায় যে দুটি নাম বেশি উচ্চারিত হচ্ছে—সাকিব আল হাসান ও লিটন দাস। লিটনকে যদি এই সিরিজের জন্য আপৎকালীন অধিনায়কত্ব দেওয়াও হয়, বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় মঞ্চে তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকা বড় ভাবনার বিষয়। সে ক্ষেত্রে সাকিবের চেয়ে ভালো বিকল্প এই মুহূর্তে বিসিবির হাতে নেই।
এমনিতে সাকিব বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। দীর্ঘ অভিজ্ঞতা। সামনে থেকে নেতৃত্বও দিতে জানেন। প্রশ্ন হচ্ছে, সাকিবকে প্রস্তাব দিলে তিনি রাজি হবেন কি না। অবশ্য সাকিবের কাছে এটা অনেক বড় সুযোগ। ২০২৩ বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। সেই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তিনি লুফে নিতেই পারেন। তবে সব প্রশ্নের উত্তর জানতে আর কয়েক ঘণ্টা।
এ বিষয়ে আজ রাতে জরুরি বৈঠকে বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। রাত ১১টায় সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।
তামিম ইকবালের আকস্মিক অবসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক সঙ্গে দুটি উত্তর খুঁজতে হচ্ছে এই মুহূর্তে। কে হবেন পরবর্তী ওয়ানডে অধিনায়ক। ওপেনার হিসেবে তামিমের বিকল্প হবেন কে।
এই আফগানিস্তান সিরিজে বিকল্প ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈমকে নেওয়া হয়েছে। তামিমের আকস্মিক অবসরে আক্ষরিক অর্থেই কপাল খুলতে যাচ্ছে নাঈমের। তবে যদি এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের কথা চিন্তা করা হয়, সে ক্ষেত্রে শুধু নাঈম নয়, আরও অন্তত দুজন বিকল্প ওপেনার দেখতে হবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে রনি তালুকদার কিংবা হঠাৎ ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া সৌম্য সরকারও থাকতে পারেন বিবেচনায়। আবার নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয়ের মতো আক্রমণাত্মক ব্যাটারদেরও ব্যাটিং পজিশন বদলে যেতে পারে।
অধিনায়কত্বের জায়গায় যে দুটি নাম বেশি উচ্চারিত হচ্ছে—সাকিব আল হাসান ও লিটন দাস। লিটনকে যদি এই সিরিজের জন্য আপৎকালীন অধিনায়কত্ব দেওয়াও হয়, বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় মঞ্চে তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না থাকা বড় ভাবনার বিষয়। সে ক্ষেত্রে সাকিবের চেয়ে ভালো বিকল্প এই মুহূর্তে বিসিবির হাতে নেই।
এমনিতে সাকিব বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। দীর্ঘ অভিজ্ঞতা। সামনে থেকে নেতৃত্বও দিতে জানেন। প্রশ্ন হচ্ছে, সাকিবকে প্রস্তাব দিলে তিনি রাজি হবেন কি না। অবশ্য সাকিবের কাছে এটা অনেক বড় সুযোগ। ২০২৩ বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ হতে পারে। সেই বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তিনি লুফে নিতেই পারেন। তবে সব প্রশ্নের উত্তর জানতে আর কয়েক ঘণ্টা।
এ বিষয়ে আজ রাতে জরুরি বৈঠকে বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। রাত ১১টায় সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৩ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৪ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৭ ঘণ্টা আগে