আজ পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। একে অপরের সঙ্গে পবিত্র দিনের আনন্দ ভাগাভাগি করার বার্তা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসান-তামিম ইকবালরা।
সামাজিক মাধ্যমে মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘ঈদ-উল-আজহা মোবারক! এই আনন্দের দিনে ত্যাগ, ঐক্য এবং কৃতজ্ঞতার চেতনা আপনার হৃদয়কে আশীর্বাদে পূর্ণ করুক। সবাইকে ঈদ মোবারক।’
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’
সামাজিক মাধ্যমে নিজের পোস্টে ঈদের দিনের প্রকৃত সারমর্মকে তুলে ধরার চেষ্টা করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক লিখেছেন, ‘এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সারমর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থ এবং সহানুভূতি মূর্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’
সবার মঙ্গল কামনা করে বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ঈদ মোবারক! ঈদুল আজহার পবিত্র কল্যাণ আপনাদের সুখ, সমৃদ্ধি এবং বৃহত্তর মঙ্গলের জন্য নিঃস্বার্থ ত্যাগের শক্তি দিক।’
বাংলাদেশে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘সুখ-শান্তি, সম্প্রীতির জয়গানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক!’
আর বাংলাদেশ পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদ সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছায় লিখেছেন, ‘এই পবিত্র ঈদ-উল-আজহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক। এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতা থেকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক। সবাইকে জানাই অঢেল শুভেচ্ছা ও ঈদ মোবারক!’
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জিতে বাংলাদেশকে ঈদের আনন্দ ‘সেমিফাইনাল’ উপহার দেওয়ার কথা ম্যাচের আগেই জানিয়েছিলেন জাতীয় দলের ফুটবলাররা। গতকাল রাকিব হোসেন-জামাল ভূঁইয়ারা নিজেদের দেওয়া কথা রেখেছেন। ম্যাচ জয়ের পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল। তিনি লিখেছেন, ‘আমরা ৩-১ গোলের জয়ে এখন সেমিফাইনালে। ঈদ মোবারক সবাইকে।’
শুধু দেশের ক্রিকেটার-ফুটবলাররাই নন, বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। লিওনেল মেসি-আনহেল দি মারিয়া-রদ্রিগো ডি পলের ছবি দিয়ে প্রিয়জনের সঙ্গে ভালোবাসা ও শান্তি ভাগাভাগির কথা জানিয়েছে ফেডারেশন। সামাজিক মাধ্যমে লিখেছে, ‘বাংলাদেশে অবস্থিত প্রিয় বন্ধুদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে ঈদ মোবারক। এই উৎসবে প্রিয়জনদের সঙ্গে ভালোবাসা ও শান্তি ভাগাভাগি করে মুহূর্তগুলো স্মরণীয় হোক।’
আজ পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। একে অপরের সঙ্গে পবিত্র দিনের আনন্দ ভাগাভাগি করার বার্তা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসান-তামিম ইকবালরা।
সামাজিক মাধ্যমে মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘ঈদ-উল-আজহা মোবারক! এই আনন্দের দিনে ত্যাগ, ঐক্য এবং কৃতজ্ঞতার চেতনা আপনার হৃদয়কে আশীর্বাদে পূর্ণ করুক। সবাইকে ঈদ মোবারক।’
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’
সামাজিক মাধ্যমে নিজের পোস্টে ঈদের দিনের প্রকৃত সারমর্মকে তুলে ধরার চেষ্টা করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক লিখেছেন, ‘এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সারমর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থ এবং সহানুভূতি মূর্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’
সবার মঙ্গল কামনা করে বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ঈদ মোবারক! ঈদুল আজহার পবিত্র কল্যাণ আপনাদের সুখ, সমৃদ্ধি এবং বৃহত্তর মঙ্গলের জন্য নিঃস্বার্থ ত্যাগের শক্তি দিক।’
বাংলাদেশে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘সুখ-শান্তি, সম্প্রীতির জয়গানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক!’
আর বাংলাদেশ পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদ সামাজিক মাধ্যমে ঈদের শুভেচ্ছায় লিখেছেন, ‘এই পবিত্র ঈদ-উল-আজহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক। এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতা থেকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক। সবাইকে জানাই অঢেল শুভেচ্ছা ও ঈদ মোবারক!’
সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জিতে বাংলাদেশকে ঈদের আনন্দ ‘সেমিফাইনাল’ উপহার দেওয়ার কথা ম্যাচের আগেই জানিয়েছিলেন জাতীয় দলের ফুটবলাররা। গতকাল রাকিব হোসেন-জামাল ভূঁইয়ারা নিজেদের দেওয়া কথা রেখেছেন। ম্যাচ জয়ের পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল। তিনি লিখেছেন, ‘আমরা ৩-১ গোলের জয়ে এখন সেমিফাইনালে। ঈদ মোবারক সবাইকে।’
শুধু দেশের ক্রিকেটার-ফুটবলাররাই নন, বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। লিওনেল মেসি-আনহেল দি মারিয়া-রদ্রিগো ডি পলের ছবি দিয়ে প্রিয়জনের সঙ্গে ভালোবাসা ও শান্তি ভাগাভাগির কথা জানিয়েছে ফেডারেশন। সামাজিক মাধ্যমে লিখেছে, ‘বাংলাদেশে অবস্থিত প্রিয় বন্ধুদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে ঈদ মোবারক। এই উৎসবে প্রিয়জনদের সঙ্গে ভালোবাসা ও শান্তি ভাগাভাগি করে মুহূর্তগুলো স্মরণীয় হোক।’
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
২ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
৪ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৪ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৫ ঘণ্টা আগে