Ajker Patrika

হঠাৎ কী বলতে চাইছেন তামিম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৩: ০৮
হঠাৎ কী বলতে চাইছেন তামিম

২০২২ সালের ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। নানামুখী আলোচনার পর এসেছিল ওইরকম সিদ্ধান্ত। এই জুলাইতেও নাকি বড় কোনো সিদ্ধান্তের কথা জানাবেন তামিম, সেটি হতে পারে আজই। চট্টগ্রামে গতকাল রাত থেকে এ রকম একটি গুঞ্জনই বাতাসে ভেসে বেড়াচ্ছে। 

শোনা যাচ্ছে, আজ বেলা ১.৩০ মিনিটে সংবাদ সম্মেলন করে সংবাদমাধ্যমকে কিছু বিষয়ে জানাতে পারেন তামিম। 

বড় কোনো সিদ্ধান্তের গুঞ্জন ভাসছে বাতাসে ৷ সেটা হতে পারে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া এমনকি ওয়ানডে অবসরের ঘোষণাও ৷ তিনি যে সংবাদ সম্মেলন করবেন, সেটাও বিসিবি বা দলের মাধ্যমে নয়, একান্ত ব্যক্তিগত উদ্যোগে। সেটি করার অর্থ, তিনি দলের বাইরে এসে এটা করবেন ৷ শারীরিক অবস্থা ও পারফরম্যান্স কোনোটি তামিমের পক্ষে নেই। 

গত পরশু সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে আনফিট হলেও আফগানিস্তানের বিপক্ষে খেলবেন বলেছিলেন ওয়ানডে অধিনায়ক। শতভাগ ফিট না হয়েও তামিমের ম্যাচ খেলার ঘোষণায় বিরক্ত কোচ চণ্ডিকা হাথুরুসিংহে এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ৷ গতকাল প্রথম ওয়ানডেতে ১৩ রানের বেশি করতে পারেননি ৷ দলও হেরেছে আফগানিস্তানের কাছে ৷ সব মিলিয়ে সময়টা কঠিন থেকে কঠিনতর হয়ে গেল তামিমের ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত