লিটনকে ছুটিতে পাঠালে ভালো হতো, মনে করছেন পাপন
অফফর্মের বৃত্ত থেকে বেরিয়ে আসতেই যেন পারছেন না লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, এমনকি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, লিটনের সাময়িক বিরতি দরকার।