নিজের ৩৫তম জন্মদিনটা দুর্দান্তভাবেই রাঙালেন তামিম ইকবাল। ডিপিএলের শুরুর তিন ম্যাচে ছন্দে না থাকা বাঁহাতি ব্যাটার আজ ফিফটি তুলে নিয়েছেন। তামিমের মতো ম্যাচে ফিফটি পেয়েছেন তাঁর সতীর্থ পারভেজ হোসেন ইমন।
দুই ওপেনারের ফিফটিতে টানা চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১১৮ রান তোলেন তামিম-পারভেজ। তবে ২ রানের ব্যবধানে দুজনে আউট হয়ে যান। ৬৭ রানে ফিরে যাওয়ার আগে তামিম ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। ইনিংসটির জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাঁহাতি ব্যাটার। আর আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ ৫০ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩ চারে। জয়ের বাকি কাজটুকু সেরেছেন বিশাল চৌধুরী (৬) ও নাঈম ইসলাম (৮)।
প্রাইম ব্যাংকের জয়ের কাজটা অবশ্য আগেই করে রেখেছেন দলের বোলাররা। প্রতিপক্ষ রূপগঞ্জকে ১৩২ রানে আটকিয়ে দিয়ে। প্রাইমের বোলাদের দাপটের দিনে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন শামসুর রহমান শুভ। ২৪ রানে ৩ উইকেট নিয়ে প্রাইমের সেরা বোলার নাজমুল ইসলাম অপু।
বিকেএসপির ৪ নম্বর মাঠে জয় পেয়েছেন সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানরাও। প্রতিপক্ষ সিটি ক্লাবকে ৪০ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ে ভালো কিছু করতে না পারলেও বোলিংয়ে দলের জয়ে অবদান রেখেছেন সাকিব। বৃষ্টির কারণে ৩৪ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৯ উইকেটে ১৭৮ রানে আটকিয়ে রাখতে অবদান রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁর মতোই ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডলও। তবে সাকিবের চেয়ে বোলিংয়ে ২ রান কম দিয়ে। বাঁহাতি স্পিনারের ৩৯ রানের বিপরীতে ৩৭ রান দিয়েছেন পেসার রিপন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১৮ রান করে শেখ জামাল। শুরুটা অবশ্য ভালো ছিল না শেখ জামালের। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। এ সময় ১৪ বলে ১৯ রান করে আউট হন সাকিব। পরে সেই ধাক্কা পঞ্চম উইকেটে সামলিয়ে নেন সোহান ও ইয়াসির আলী রাব্বি। দুজনে মিলে ১৩৮ রানের জুটি গড়েন তাঁরা। দুর্দান্ত জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছে দুই ব্যাটার। সোহানের অপরাজিত ৭২ রানের বিপরীতে ৭৮ রান আউট হন ইয়াসির আলী। আউট হলেও ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন তিনি।
দিনের আরেক ম্যাচ দুপুরের দিকেই জয় তুলে নিয়েছে আবাহনী। নারায়ণগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ৭১ রানে অলআউট করে ২২৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। প্রতিপক্ষকে একাই ধসিয়ে দিয়েছেন তানভীর ইসলাম। মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারও তাঁর হাতে উঠেছে।
নিজের ৩৫তম জন্মদিনটা দুর্দান্তভাবেই রাঙালেন তামিম ইকবাল। ডিপিএলের শুরুর তিন ম্যাচে ছন্দে না থাকা বাঁহাতি ব্যাটার আজ ফিফটি তুলে নিয়েছেন। তামিমের মতো ম্যাচে ফিফটি পেয়েছেন তাঁর সতীর্থ পারভেজ হোসেন ইমন।
দুই ওপেনারের ফিফটিতে টানা চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১১৮ রান তোলেন তামিম-পারভেজ। তবে ২ রানের ব্যবধানে দুজনে আউট হয়ে যান। ৬৭ রানে ফিরে যাওয়ার আগে তামিম ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ২ ছক্কায়। ইনিংসটির জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাঁহাতি ব্যাটার। আর আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ ৫০ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩ চারে। জয়ের বাকি কাজটুকু সেরেছেন বিশাল চৌধুরী (৬) ও নাঈম ইসলাম (৮)।
প্রাইম ব্যাংকের জয়ের কাজটা অবশ্য আগেই করে রেখেছেন দলের বোলাররা। প্রতিপক্ষ রূপগঞ্জকে ১৩২ রানে আটকিয়ে দিয়ে। প্রাইমের বোলাদের দাপটের দিনে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন শামসুর রহমান শুভ। ২৪ রানে ৩ উইকেট নিয়ে প্রাইমের সেরা বোলার নাজমুল ইসলাম অপু।
বিকেএসপির ৪ নম্বর মাঠে জয় পেয়েছেন সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানরাও। প্রতিপক্ষ সিটি ক্লাবকে ৪০ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ে ভালো কিছু করতে না পারলেও বোলিংয়ে দলের জয়ে অবদান রেখেছেন সাকিব। বৃষ্টির কারণে ৩৪ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৯ উইকেটে ১৭৮ রানে আটকিয়ে রাখতে অবদান রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁর মতোই ৩ উইকেট নিয়েছেন রিপন মন্ডলও। তবে সাকিবের চেয়ে বোলিংয়ে ২ রান কম দিয়ে। বাঁহাতি স্পিনারের ৩৯ রানের বিপরীতে ৩৭ রান দিয়েছেন পেসার রিপন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১৮ রান করে শেখ জামাল। শুরুটা অবশ্য ভালো ছিল না শেখ জামালের। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। এ সময় ১৪ বলে ১৯ রান করে আউট হন সাকিব। পরে সেই ধাক্কা পঞ্চম উইকেটে সামলিয়ে নেন সোহান ও ইয়াসির আলী রাব্বি। দুজনে মিলে ১৩৮ রানের জুটি গড়েন তাঁরা। দুর্দান্ত জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছে দুই ব্যাটার। সোহানের অপরাজিত ৭২ রানের বিপরীতে ৭৮ রান আউট হন ইয়াসির আলী। আউট হলেও ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন তিনি।
দিনের আরেক ম্যাচ দুপুরের দিকেই জয় তুলে নিয়েছে আবাহনী। নারায়ণগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ৭১ রানে অলআউট করে ২২৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। প্রতিপক্ষকে একাই ধসিয়ে দিয়েছেন তানভীর ইসলাম। মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারও তাঁর হাতে উঠেছে।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৮ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৯ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১০ ঘণ্টা আগে