Ajker Patrika

লিটনকে ছুটিতে পাঠালে ভালো হতো, মনে করছেন পাপন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৫: ৫২
লিটনকে ছুটিতে পাঠালে ভালো হতো, মনে করছেন পাপন

অফফর্মের বৃত্ত থেকে বেরিয়ে আসতেই যেন পারছেন না লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, এমনকি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, লিটনের সাময়িক বিরতি দরকার। 

ওয়ানডে, টি-টোয়েন্টি—সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স লিটন করতে পারছেন না অনেক দিন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচ খেলে তিনটিতেই ডাক মেরেছেন। সীমিত ওভারের ক্রিকেটে কোনো সংস্করণেই তাঁর গড় ৩৫ পেরোয়নি। সেই তুলনায় টেস্টে তাঁর গড় তুলনামূলক ভালো (৩৫.৫৭)। মিডল অর্ডারে নেমে টেস্টে অনেক দারুণ ইনিংস খেলেন বাংলাদেশের এই ক্রিকেটার। তবে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দলের বিপদের মুহূর্তে তেড়েফুড়ে খেলতে গিয়ে প্রথম বলেই উইকেট বিলিয়ে আসেন লিটন। লিটনের এমন সমস্যা নিয়ে কথা বলেছেন পাপন। মিরপুরে স্বাধীনতা দিবসের প্রদর্শনী ক্রিকেট শেষে আজ সাংবাদিকদের বলেছেন, ‘টেস্ট ম্যাচটাতে না খেলালেই ভালো হতো। আমাকে যদি জিজ্ঞেস করেন। কিন্তু তখন আপনারা বলতেন, টেস্টে তার এমন রেকর্ড, এই সেই, কেন তাকে বাদ দিল। এমন একটা হুলস্থূল মানুষ করতো। তবে এই সময়ে তাকে ছুটি দেওয়া হলে সে ভালোমতোই ফিরে আসতে পারত। আরেকটু কিছুদিন যদি তাকে ছুটি দেওয়া হতো।’ 

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৯ বছর ধরে খেলেছেন। তিন সংস্করণে ২০৮ ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়ে নেমেছেন ২৩৬ ইনিংসে। তবে ডাক মেরেছেন ২১ ইনিংসে। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডে খেলে রানের খাতা খুলতে না পারায় সিরিজের দল থেকেই বাদ পড়তে হয়েছে। লিটনের জন্য এটা বড় সংকেত হওয়া উচিত বলে মনে করেন পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘একটু চিন্তা করে দেখুন। ওর মতো একজন ব্যাটার, যে ওপেনার, যাকে এত বছর খেলিয়েছি, তার ওপর নির্ভর করেছি। সে পারফর্মও করেছে। এমন না যে সে খেলা পারে না। দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু কিছু একটা সমস্যা হচ্ছে। আমরা তাকে ওয়ানডে থেকে বাদও দিয়েছি। এর চেয়ে বড় সংকেত তো আর হতে পারে না।’ 

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে গোল্ডেন ডাক মেরেছেন লিটন দাস। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তাঁর ডাক সংখ্যা ২১। ছবি: বিসিবি কদিন আগে বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। যিনি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবার আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দারুণ খেলেছে গত বছর। অধিনায়ক না হওয়াতেই লিটনের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলছে না, এমন প্রশ্নে পাপন বলেন, ‘কোচ, অধিনায়ক কে হবে এটা বোর্ডের সিদ্ধান্ত। এটাতে কারও পছন্দ হলো কি হলো না, তাতে কিছু যায় আসে না। এ ব্যাপারটা আমি আবারও পরিষ্কার করে বলে দিতে চাচ্ছি। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি না। কারণ তার পারফরম্যান্স গত বিশ্বকাপ থেকেই দেখছি। কিছু না কিছু ভুল তো হচ্ছে। আমাদের মনে হয়েছে। সেজন্য কিন্তু ওয়ানডে দল থেকেও বাদ পড়েছে। এটার সঙ্গে অধিনায়কত্বের কোনো সম্পর্ক থাকতে পারে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত