Ajker Patrika

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্টেডিয়ামের প্রস্তাবিত নকশা। ছবি: বিসিবি
স্টেডিয়ামের প্রস্তাবিত নকশা। ছবি: বিসিবি

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর স্টেডিয়ামের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। বাতিল করা হয় দরপত্র। মিঠু বলেন, ‘২০৩১ বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটি নির্মাণ করতেই হবে আমাদের। তবে আপাতত মাঠ তৈরিতেই আমরা জোর দিচ্ছি। দুটি মাঠ তৈরি হচ্ছে সেখানে। ১৮টি পিচ থাকবে, নেট অনুশীলন থেকে শুরু করে সুযোগ-সুবিধা থাকবে যথেষ্ট। অস্থায়ী ড্রেসিং রুমও থাকবে, পরে যা সরিয়ে স্থায়ী করা হবে। আশা করি, আগামী মৌসুমে এই দুই মাঠে ঘরোয়া ক্রিকেট চালাতে পারব আমরা। আমাদের মাঠের সংকটও তাতে কমবে কিছু।’

চ্যাম্পিয়নস ট্রফিতে একদমই নিষ্প্রভ ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁদের অবসর নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ওরা আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড়। প্রতিটি খেলোয়াড়ের ক্যারিয়ারের শেষ সময় আসবে। ওদের সঙ্গে কথা বলব। ওদের চিন্তাভাবনা শুনব।’

বিপিএলের বিতর্কিত ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে ফাহিম বলেন, ‘ভাবিনি এই পর্যায়ে যাবে। এই পরিস্থিতিতে পড়তে পারব স্বপ্নেও ভবিনি। এই না ভাবতে পারাটা দায় আমাদের। খারাপ যেটা হয়েছে সেটা যেন ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে সচেতন থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত