Ajker Patrika

‘পৃষ্ঠপোষক’ তামিমের কাছে অধিনায়ক তামিমের বাজে হার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
তামিম একই সঙ্গে প্রতিপক্ষ ও পক্ষ হয়ে খেলেছেন আজ। শেষ পর্যন্ত হেরে গেলেন অধিনায়ক তামিম। ছবি: আজকের পত্রিকা
তামিম একই সঙ্গে প্রতিপক্ষ ও পক্ষ হয়ে খেলেছেন আজ। শেষ পর্যন্ত হেরে গেলেন অধিনায়ক তামিম। ছবি: আজকের পত্রিকা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।

মোহামেডান স্পোর্টিং ক্লাব-গুলশান ক্রিকেট ক্লাব ম্যাচে দুই দলে ক্রিকেটার তামিমকেও দেখা গেছে। গুলশানকে নেতৃত্ব দিচ্ছেন আজিজুল হাকিম তামিম। বিকেএসপির তিন নম্বর মাঠে জুনিয়র তামিমের গুলশান পেয়েছে ১০৭ রানের বিশাল জয়।

২৯৯ রানের লক্ষ্যে মোহামেডান ৮.১ ওভারে ২ উইকেটে ৩৯ রানে পরিণত হয়। দুই ওপেনারই ধরেছেন ড্রেসিংরুমের পথ। তামিম ইকবাল ২২ বলে ৪ চারে ২২ রান করে ফিরেছেন। ২৩ বলে ৯ রান করেন আরেক ওপেনার রনি তালুকদার। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়েন মাহিদুল ইসলাম অঙ্কন ও আরিফুল ইসলাম। ২০ তম ওভারের পঞ্চম বলে অঙ্কনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন ইফতেখার হোসেন ইফতি। ৪০ বলে ৪ চারে ৩১ রান করেছেন অঙ্কন।

তৃতীয় উইকেটের জুটি ভাঙার পর হঠাৎই খেই হারায় মোহামেডান। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে তাদের স্কোর হয়ে যায় ২৫.২ ওভারে ৫ উইকেটে ১১৫ রান।

ষষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল। এই জুটি ভাঙার পর ধসে পড়ে মোহামেডান। ৪১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে পরিণত হয় ৪০.২ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায়। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে যা একটু আরিফুল লড়েছেন। ৭৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করেন।

গুলশানের ইফতি ৭ ওভারে ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ ইলিয়াস। ইফতি ব্যাটিংয়ে নেমে ১১০ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০৮ রান করেন। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গুলশান ৮ উইকেটে ২৯৮ রান করেছে ইফতির সেঞ্চুরির কারণেই। অলরাউন্ড পারফরম্যান্সে তিনিই হয়েছেন ম্যাচসেরা। মোহামেডানের আবু হায়দার রনি নিয়েছেন ৪ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৬৬ রান।

বিকেএসপিতে ঢাকা লিগের রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ম্যাচে বাঁধল ঝামেলা। প্রাইম ব্যাংক এই ম্যাচে ১০৪ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে। ছবি: আজকের পত্রিকা
বিকেএসপিতে ঢাকা লিগের রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ম্যাচে বাঁধল ঝামেলা। প্রাইম ব্যাংক এই ম্যাচে ১০৪ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে। ছবি: আজকের পত্রিকা

মিরপুরে আবাহনী-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ মৌসুমের ডিপিএল। শান্ত খেলছেন আবাহনীর জার্সিতে। এই ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৫১ বলে ২০ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। তাঁর ব্যর্থতার দিনে পুরো ৫০ ওভার ব্যাটিং করে আবাহনী ২৩৪ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬৫ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। রান তাড়া করতে নেমে ৪৫ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করে অগ্রণী ব্যাংক। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইমরুল কায়েস। ৯৪ বলে ৩ চার ও ৭ ছয়ে ৯৪ রান করেন তিনি। অগ্রণীর জয়ের দিন আক্ষেপ হয়তো এটাই।

বিকেএসপির চার নম্বর মাঠে অপর ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংকের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে ইরফান শুক্কুর রান আউটের ফাঁদে কাঁটা পড়েন। শিষ্য রান আউট হওয়ায় প্রাইম ব্যাংক কোচ তালহা জুবায়েরের সঙ্গে ম্যাচ রেফারি আকতারুজ্জামান তীব্র বাদানুবাদ হয়। নাটকীয়তার এই ম্যাচে প্রাইম ব্যাংক ১০৪ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে। সাত নম্বরে নেমে ৮৩ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শামীম পাটোয়ারী। শামীমের ইনিংসেই ৩২.৪ ওভারে ৭ উইকেটে ২২০ রান করে প্রাইম ব্যাংক।

এর আগে প্রাইম ব্যাংকের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ৪৮.৪ ওভারে ২১৬ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ টাইগার্স। ইনিংস সর্বোচ্চ ৫৩ রান করেন মোহাম্মদ আবদুল মাজিদ। ৭৩ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন এই ওপেনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত