Ajker Patrika

গাড়িতে আগুন লাগায় স্থগিত তামিম ও মাশরাফিদের ম্যাচ, সূচিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৩: ৪৪
গাড়িতে আগুন লাগায় স্থগিত তামিম ও মাশরাফিদের ম্যাচ, সূচিতে পরিবর্তন

জ্যামের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ দুটি ম্যাচ স্থাগতি করেছে সিসিডিএম। সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে হওয়ার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ। বিকেএসপির ৪ নম্বর মাঠে ছিল প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ ছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। তবে আজ ম্যাচ দুটি হচ্ছে না। 

আজকের পত্রিকাকে সিসিডিএম সূত্র জানিয়েছে, হেমায়েতপুরের পরে একটি তেলবাহী গাড়ি উল্টে গেছে। এই দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় সেই গাড়িতে। আশপাশে থাকা কয়েকটা গাড়ির ওপরও সেই তেল গিয়ে পড়ে, সেগুলোতেও আগুন লাগে। যার ফলে পাঁচ-সাত কিলোমিটার রাস্তায় জ্যাম লেগে যায়। নির্দিষ্ট সময় খেলোয়াড়দের গাড়ি মাঠ পর্যন্ত পৌঁছাতে পারেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছি, তারাও জানিয়েছে ওই মুহূর্তে কিছুই করার ছিল না। যার কারণে বিকেএসপির আজকের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। 

স্থগিত হওয়া ম্যাচগুলো কবে হবে সেই প্রসঙ্গে জানা গেছে, কাল বিকেএসপির ৩ নম্বর মাঠেই হবে নুরুল হাসান সোহানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ। ৪ নম্বর মাঠে হবে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ। 

সূচি অনুযায়ী, আগামীকাল আরও দুটি ম্যাচ হওয়ার কথা ছিল বিপিকেএসপিত। সেগুলোর কীভাবে হবে? উত্তরে সিসিডিএম জানিয়েছে, আজকের দুটি ম্যাচ কাল চলে যাবে। কালকের ম্যাচগুলো পরদিন (পরশু) চলে যাবে। অর্থাৎ একদিন করে পেছাবে সব ম্যাচ। সাভারের ম্যাচ দুটি স্থগিত হলেও নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চলছে আবাহনী-মোহামেডানের ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত