বৃষ্টিতে খেলা না হলে কী হবে বাংলাদেশের
চেমসফোর্ড কাউন্টি গ্রাউন্ডে আজ এই রোদ, এই মেঘ। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনাও ছিল। এমন কন্ডিশনে দারুণ কিছুর আশায় থাকেন পেসাররা। টস জিতে আগে বোলিং করার সুযোগ পেয়ে বাংলাদেশের টপ অর্ডার কাঁপিয়ে দিয়েছেন আইরিশ পেসাররা। দুই ওপেনার লিটন দাস আর তামিম ইকবালকে হারিয়ে বেশ চাপে বাংলাদেশ।