Ajker Patrika

বৃষ্টিতে খেলা না হলে কী হবে বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মে ২০২৩, ২২: ১৭
বৃষ্টিতে খেলা না হলে কী হবে বাংলাদেশের

বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। সেটা মেনেই ১৭তম ওভারে চেমসফোর্ডে নামে বৃষ্টি। আপাতত খেলোয়াড়েরা ফিরেছেন ড্রেসিংরুমে। তবে খেলা আবার কখন শুরু হবে, তা নির্ভর করছে বৃষ্টি বন্ধ হওয়ার ওপর। তবে খেলা যদি আর না হয়, তবে ম্যাচটি পরিত্যক্তই হতে পারে। ম্যাচের ফলের জন্য অন্তত ২০ ওভার ব্যাটিং করতে হয় দ্বিতীয় ইনিংসের দলকে। কিন্তু ১৬.৩ ওভারেই শুরু হয় বৃষ্টি। 

জুটি ভাঙলেন তাইজুল
তৃতীয় উইকেটে স্টেফেন ডোহেনি ও হ্যারি টেক্টর দলকে চাপমুক্ত করার জন্য বেশ কিছুক্ষণ লড়াই করেছেন। ৬২ বলে ৩৬ রানের ছোটখাটো একটা জুটিও গড়েন। বোলিং আক্রমণে এসে দ্বিতীয় ওভারেই ডোহেনিকে ফিরিয়ে ব্রেকথ্রু দেন তাইজুল ইসলাম। ১৭ রান আসে ডোহেনির ব্যাট থেকে। ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে পড়েছে আয়ারল্যান্ড।

ডোহেনিঘুরে দাঁড়ানোর চেষ্টায় আয়ারল্যান্ড
২৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। তৃতীয় উইকেটে স্টেফেন ডোহেনি ও হ্যারি টেক্টর চাপ সামলিয়ে দলের রান বাড়ানোর জন্য লড়ছেন। ১৫ ওভারে  আইরিশরা তুলেছে ৬২ রান। ডোহেনি ১৭ ও টেক্টর ২০ রানে ব্যাটিং করছেন।

‍২ উইকেট হারিয়ে চাপে আয়ারল্যান্ড
একটু গর্জে উঠেছিলেন পল স্টার্লিং। তৃতীয় ওভারে হাসান মাহমুদকে দুটি চার মারার পর চতুর্থ ওভারে শরিফুল ইসলামকে মারলেন ছক্কা। কিন্তু পরের বলেই ব্যাকওয়ার্ড পয়েন্টে মিরাজের হাতে ধরা পড়েন স্টার্লিং। ১০ বলে ১৫ রান করে আউট হন এই ওপেনার। পঞ্চম ওভারে ৫ রানে অ্যান্ডি বালবার্নিকে বোল্ড করেন হাসান মাহমুদ। ২৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে আইরিশরা।

ব্যাটিং শুরু করল আয়ারল্যান্ড

২৪৭ রানের লক্ষ্য ব্যাটিং শুরু করেছে আয়ারল্যান্ড। ওপেনিংয়ে নেমেছেন স্টেফেন ডোহেনি ও পল স্টার্লিং।

মুশফিকস্কোর-

বাংলাদেশ: ৫০ ওভার ২৪৬/৯

আয়ারল্যান্ডকে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

চেমসফোর্ডে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে আয়ারল্যান্ডকে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ১২৫ রানে ৫ উইকেট হারিয়ে বড় স্কোরের স্বপ্নটা আগেই নিভু নিভু হয়ে যায় তাদের। তবে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিম খেলেছেন ৬১ রানের দায়িত্বশীল এক ইনিংস। নাজমুল হোসেন শান্তর ৪৪, তাওহীদ হৃদয়ের ২৭, মেহেদী হাসান মিরাজের ২৭, শেষ দিকে তাইজুল ইসলামের ১৪ ও শরিফুল ইসলামের ১৬ রানের সৌজন্যে ৯ উইকেটে ২৪৬ রানের স্কোর পায় বাংলাদেশ।

জশ লিটলের ৩ উইকেট

আইপিএল খেলতে মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরের সিরিজে দলে ছিলেন না জশ লিটল। চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে পরের সিরিজে ফিরে বোলিংটা ভালোই শানালেন এ বাঁহাতি পেসার। ১০ ওভারে ৬১ রানে দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

জশ লিটল৪৪তম ফিফটি করে ফিরলেন মুশফিক

দলের প্রয়োজনের সময় দারুণ ব্যাটিং করেছেন মুশফিক। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারে ৪৪তম ফিফটি। কিন্তু ৪৫তম ওভারে জস লিটলের শিকার হয়ে থেমে যায় মুশফিকের লড়াই। ৭০ বলে ৬ চারে তাঁর ব্যাট থেকে আসে ৬১ রান। 

জন্মদিনে মুশফিকের ফিফটি
দলের কঠিন মুহূর্তে বুক চিতিয়ে লড়াই করা বেশ পুরোনো অভ্যাস মুশফিকুর রহিমের। আজ চেমসফোর্ডে আরো একবার অভিজ্ঞতার স্বাক্ষর রাখলেন মি. ডিপেন্ডেবল। সতীর্থরা যখন ইনিংস বড় করতে না ফেরে একে একে আউট হয়ে ফিরেছেন, সেখানে মুশফিক তুলে নিয়েছেন ওয়ানডেতে ৪৪তম ফিফটি। তাতে নিজের ৩৬তম জন্মদিনও স্মরণীয় করে রাখার উপলক্ষ পেলেন।

ফিরলেন মিরাজ

মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে স্কোর বাড়াচ্ছিলেন মেহেদী হাসান মিরাজও। কিন্তু শান্ত, সাকিব ও হৃদয়ের মতো ইনিংসটা বড় করতে পারেননি তিনিও। ৩৮তম ওভারে জর্জ ডকরেলের বলে ডিপ স্কয়ার লেগে স্টিফেন ডোহেনিকে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। ৩৪ বলে ২৭ রান আগে তাঁর ব্যাট থেকে। তাতে ভাঙে মুশফিক-মিরাজের ৬৫ রানের জুটি।

মুশফিকুর রহিমবেঁচে গেলেন মুশফিক

ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে নিরাপদ স্কোর এনে দিতে লড়ছেন মুশফিকুর রহিম। নিজের ৩৬তম জন্মদিনটা দারুণভাবে স্মরণীয় রাখার একটা মোক্ষম সুযোগ পেয়েছেন তিনি। তবে ৩১তম ওভারে কার্টিস ক্যাাম্ফারের বলে একবার আউট হতে হতে বেঁচে গেলেন মি. ডিপেন্ডেবল। পয়েন্টে ফিল্ডিং করা হ্যারি টেক্টর ধরে রাখতে পারেননি মুশফিকের ক্যাচ।

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তাওহীদ হৃদয়। ৩১ বলে ২৭ রানের ইনিংস খেলে হিউমের বলে উইকেটরক্ষক লরকান টাকারকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ১২২ রানে পাঁচ উইকেট হারিয়ে কঠিন চাপে বাংলাদেশ। এর আগে শান্ত ফেরেন ৪৪ রানে।

চেমসফোর্ডে বাংলাদেশের সমর্থকদের ভিড়

বাংলাদেশকে সমর্থন দিতে চেমসফোর্ডে ভিড় করেছেন খেলাপ্রেমীরা।

বাংলাদেশের সমর্থকেরা১০০ পার করতেই ৪ উইকেট হারাল বাংলাদেশ
চতুর্থ উইকেটে হৃদয়-শান্তর ৫০ রানের জুটিতে ১০০ রান পর করে বাংলাদেশ। ২১ ওভারে করে তারা ১০০। ৫২ রানে ৩ উইকেট হারানোর পর হৃদয় ও শান্ত ৫০ রানের জুটি গড়ে দলকে কিছুটা চাপমুক্ত করে। কিন্তু দলের ১০০ রান পার হতেই ড্রেসিংরুমে ফেরেন শান্ত। ৬৬ বলে ৪৪ রান করে কার্টিস ক্যাম্ফারের শিকার হন এ বাঁহাতি ব্যাটার।

শান্ত-হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

৫২ রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো চাপে বাংলাদেশ। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তন ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ । শান্ত ৩২ ও হৃদয় ১৩ রানে ব্যাটিং করছেন।

সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ

শুরুতে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত তৃতীয় উইকেটে চাপ সামলিয়ে দলের রান বড়ানোর চেষ্টা করেন। কিন্তু এ জুটি বড় হতে দিলেন না গ্রাহাম হিউম। ২০ রানে সাকিবকে ফিরিয়ে ৩৭ রানের জুটি ভাঙেন এ পেসার।

সাকিব আল হাসানফিরে গেলেন দুই ওপেনার 
চেমসফোর্ড কাউন্টি গ্রাউন্ডে আজ এই রোদ, এই মেঘ। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনাও ছিল। এমন কন্ডিশনে দারুণ কিছুর আশায় থাকেন পেসাররা। টস জিতে আগে বোলিং করার সুযোগ পেয়ে বাংলাদেশের টপ অর্ডার কাঁপিয়ে দিয়েছেন আইরিশ পেসাররা। দুই ওপেনার লিটন দাস আর তামিম ইকবালকে হারিয়ে বেশ চাপে বাংলাদেশ।

আইরিশ পেসারদের সুইংয়ে কাজটা বেশ কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের ব্যাটারদের কাছে। জশ লিটলের দুর্দান্ত ইয়র্কারের কোনো জবাব ছিল না লিটনের কাছে। এলবিডব্লিউ হয়ে বাংলাদেশ ওপেনার করেছেন কোন রান না করেই। মার্ক অ্যাডাইরের সুইং করা বলটা তামিমের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটকিপারের টাকারের গ্লাভসে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক করেছেন ১৪ রান।

১৫ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টায় আছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৬ ওভারে ২ উইকেটে ২৮।

চেমসফোর্ডে বাংলাদেশের সমর্থক

আয়ারল্যান্ডর বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজ দেশকে সমর্থন দিতে মাঠে এসেছেন বাংলাদেশিরা।

বাংলাদেশের সমর্থকেরাটস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চেমসফোর্ডে প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড। নিদিষ্ট সময়ে টস হলেও চেমসফোর্ডের আকাশে মেঘের আনাগোনা আছে। বৃষ্টির শঙ্কা মাথায় নিযেই তাই শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত