ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) এজিএম ও কাউন্সিল হয়েছে আজ। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য পুরস্কার পেয়েছেন বাংলাদেশের পঞ্চপাণ্ডব।
ক্রীড়াক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কোয়াবের পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখায় পুরস্কার পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই পঞ্চপাণ্ডবের হাত ধরেই বাংলাদেশের ক্রিকেটে এসেছে অনেক সাফল্য।
কোয়াবের মরণোত্তর সম্মাননা পেয়েছেন জালাল আহমেদ চৌধুরী, আফজালুর রহমান সিনহা ও নাদির শাহ। ভয়েস অব বাংলাদেশ হয়েছেন সাবেক ক্রিকেটার আতাহার আলী খান। ব্যাট-প্যাড তুলে রাখার পর ধারাভাষ্যকক্ষে দীর্ঘদিন কাজ করে আসছেন তিনি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সম্মাননা পেয়েছেন আকবর আলী। তাঁর নেতৃত্বেই ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। যা বাংলাদেশের প্রথম কোনো আইসিসি শিরোপাও। ক্রিকেট কোচিংয়ে বিশেষ অবদানের পুরস্কার পেয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে অবদান রাখায় পুরস্কার পেয়েছেন তুষার ইমরান, অলক কাপালি, রাজিন সালেহ, নাঈম ইসলাম ও এনামুল হক জুনিয়রের মত ক্রিকেটাররা।
কোয়াবের পুরস্কার পেলের যাঁরা—
মরণোত্তর সম্মাননা: জালাল আহমেদ চৌধুরী, আফজালুর রহমান সিনহা ও নাদির শাহ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অপরিসীম অবদানের জন্য: মাশরাফি বিন মতুর্জা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
নারী ক্রিকেটে অবদান: সালমা খাতুন ও ফারজানা হক পিংকি।
আইসিসি ট্রফি ও বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের শুরু: আকরাম খান।
ভয়েস অব বাংলাদেশ: আতাহার আলী খান।
ক্রিকেট কোচিংয়ে বিশেষ অবদানের জন্য: খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিন।
ক্রিকেটার থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার ও ম্যাচ রেফারি: নিয়ামুর রশিদ রাহুল, শরফুদ্দৌলাহ ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সম্মাননা: আকবর আলী।
প্রথম শ্রেণির ক্রিকেটে অসামান্য অবদানের জন্য: এস কে রাসেল, তুষার ইমরান, অলক কাপালি, রাজিন সালেহ, জহিরুল ইসলাম অমি, জিয়াউর রহমান, নাঈম ইসলাম. মার্শাল আইয়ুব ও এনামুল হক জুনিয়র।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) এজিএম ও কাউন্সিল হয়েছে আজ। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য পুরস্কার পেয়েছেন বাংলাদেশের পঞ্চপাণ্ডব।
ক্রীড়াক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কোয়াবের পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখায় পুরস্কার পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই পঞ্চপাণ্ডবের হাত ধরেই বাংলাদেশের ক্রিকেটে এসেছে অনেক সাফল্য।
কোয়াবের মরণোত্তর সম্মাননা পেয়েছেন জালাল আহমেদ চৌধুরী, আফজালুর রহমান সিনহা ও নাদির শাহ। ভয়েস অব বাংলাদেশ হয়েছেন সাবেক ক্রিকেটার আতাহার আলী খান। ব্যাট-প্যাড তুলে রাখার পর ধারাভাষ্যকক্ষে দীর্ঘদিন কাজ করে আসছেন তিনি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সম্মাননা পেয়েছেন আকবর আলী। তাঁর নেতৃত্বেই ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। যা বাংলাদেশের প্রথম কোনো আইসিসি শিরোপাও। ক্রিকেট কোচিংয়ে বিশেষ অবদানের পুরস্কার পেয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে অবদান রাখায় পুরস্কার পেয়েছেন তুষার ইমরান, অলক কাপালি, রাজিন সালেহ, নাঈম ইসলাম ও এনামুল হক জুনিয়রের মত ক্রিকেটাররা।
কোয়াবের পুরস্কার পেলের যাঁরা—
মরণোত্তর সম্মাননা: জালাল আহমেদ চৌধুরী, আফজালুর রহমান সিনহা ও নাদির শাহ।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অপরিসীম অবদানের জন্য: মাশরাফি বিন মতুর্জা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
নারী ক্রিকেটে অবদান: সালমা খাতুন ও ফারজানা হক পিংকি।
আইসিসি ট্রফি ও বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের শুরু: আকরাম খান।
ভয়েস অব বাংলাদেশ: আতাহার আলী খান।
ক্রিকেট কোচিংয়ে বিশেষ অবদানের জন্য: খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিন।
ক্রিকেটার থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার ও ম্যাচ রেফারি: নিয়ামুর রশিদ রাহুল, শরফুদ্দৌলাহ ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সম্মাননা: আকবর আলী।
প্রথম শ্রেণির ক্রিকেটে অসামান্য অবদানের জন্য: এস কে রাসেল, তুষার ইমরান, অলক কাপালি, রাজিন সালেহ, জহিরুল ইসলাম অমি, জিয়াউর রহমান, নাঈম ইসলাম. মার্শাল আইয়ুব ও এনামুল হক জুনিয়র।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৭ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৯ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১০ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১০ ঘণ্টা আগে