অপেক্ষা কি কোনো চমকের?
নতুন রাষ্ট্রপতি পদে একজন উপযুক্ত ব্যক্তিকে বাছাই করার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে থাকা অযোগ্য, সমালোচিত, বিতর্কিতদের ছাঁটাই করে জনতুষ্টি বিধানের বিষয়টিও প্রধানমন্ত্রী বিবেচনায় নিলে খুবই ভালো হবে। দেশের মানুষ ভালো কথা যত শুনেছে ভালো কাজ কি ততটা দেখেছে? কাজেই মানুষ দেখতে চায়, প্রধানমন্ত্রী ভালোর সঙ্গেই আছে