Ajker Patrika

স্পিকারের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৫: ৪৫
Thumbnail image

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার দুপুর ২টায় নির্বাচন কমিশনার সংসদে পৌঁছান। এরপর স্পিকারের কার্যালয়ে বৈঠক শুরু হয়। 

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করার পর তফসিল ঘোষণা করবে ইসি। তার আগে স্পিকারের সঙ্গে সিইসির এই বৈঠক। 

আইন অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এর আগে ভোটার তালিকা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে। 

সবশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত