Ajker Patrika

জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২৩, ১৫: ০৫
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী হাউস অব রিপ্রেজেনটেটিভ অব জাপানের স্পিকারের আমন্ত্রণে আজ মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে জাপানের স্পিকার, জাপানের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বৈঠকের কথা রয়েছে।

সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

এ ছাড়া অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ ও স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
জাপান সফর শেষে স্পিকারের আগামী ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চার গুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

রাকসুর ৯ কেন্দ্রের ফল: লড়াই জমাতে পারছেন না এষা

রাকসুর ১০ কেন্দ্রের ফল: ছাত্রদলের জিএস প্রার্থীর ভরাডুবি

মেয়েদের সব হলেই সর্বোচ্চ ভোট জাহিদ, আম্মার, সালমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত