Ajker Patrika

জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২৩, ১৫: ০৫
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী হাউস অব রিপ্রেজেনটেটিভ অব জাপানের স্পিকারের আমন্ত্রণে আজ মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে জাপানের স্পিকার, জাপানের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বৈঠকের কথা রয়েছে।

সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

এ ছাড়া অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ ও স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
জাপান সফর শেষে স্পিকারের আগামী ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত